সিভিল প্রশ্ন ব্যাংক-০৩

Md. Ashraful Haque, 16-Dec-2008
ভিউ : 107435

২১।     অত্যন্ত শুক্তমাটি, অত্যন্ত নরম মাটি এবং আদ্র সংশক্তিহীন মাটির ক্ষেত্রে কোন পদ্ধতি অনরুপযোগী?
উত্তরঃ     আগর বোরি পদ্ধতি। 
২২।     আগর বোরিয় পদ্ধতিতে কত সেন্টিমিটার পর পর মাটির নমুনা সংগ্রহ করা হয়?
উত্তরঃ ৩০ সেন্টিমিটার।
২৩।     পারকুশন বোরিং পদ্দতিতে ব্যবহৃত ওয়াশ পাইপের ব্যাস কত?
উত্তরঃ     ২.৫ সেন্টিমিটার।
২৪।     পাথুরে মাটি অথবা বোল্ডার যুক্ত মাটির বোলার মাটি তদন্তের পদ্ধতিতে গুলোর মধ্যে কোনটি প্রযোজ্য?
উত্তরঃ     ক) কোর ড্রিলিং
    খ) ওয়াশ বোরিং
    গ) পারকুশন বোরিং
    ঘ) আগর বোরিং
উত্তরঃ পারকুশন                                    
২৫।     সূত্রটির বিভিন্ন নোটেশনের ব্যাখ্যা লেখ।
উত্তরঃ     বিভিন্ন নোটেশনের ব্যাখ্যাঃ
    ফুটিং = এর ন্যূনতম গভীরতা, মিটার 
    মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কেজি/বর্গমিটার
    মাটির একক ওজন, কেজি/ঘনমিটার
    মাটির স্থিরতা কেজি, ডিগী 
২৬।     বহুতল বিশিষ্ট ইমরাত নির্মাণের ক্ষেত্রে মাটি পরীক্ষার জন্র কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ     ওয়াশ বোরিং (Wash boring) পদ্ধতি। 
২৭।     মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে নিরাপদ সহগ কত ধরা হয়?
    ক) ২ অথবা ৩, খ) ৩ অথবা ৪
    গ) ৪ অথবা ৫,  ঘ) ৫ অথবা ৬
২৮।     ডিজাইনের সময় কোনটিতে লাইভ লোড ৭৫ কেজি/বর্গমিটার ধরা হয়?
পাবলিক বিল্ডিং/কর্মশালা/বেলকনি। 
উত্তরঃ     কর্মশালা। 
২৯।     কয়টি কারণে স্প্রেড ফুটিং হইতে পারে?
৩টি/৪টি/৫টি
উত্তরঃ     ৪টি 
৩০।     কোনটি ডেড লোড?
    টেবিল চেয়ার/আরসিসি স্লাব/বাতাসের চাপ।
উত্তরঃ     আরসিসি স্লাব
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর