সিভিল প্রশ্ন ব্যাংক-০৪

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 91204

৩১।     বহুতল বিশিষ্ট ইমারতের জন্য নিরাপদ সহক কত ধরা হয়?
উত্তরঃ     ১-২/১.৫-২/২.৫-৩
৩২।     উপকূলীয় অঞ্চলে ইমারতের উচ্চতা প্রস্থের কত গুণের কম হইলে উয়িন্ড লোড বিবেচনা করা হয় না। 
উত্তরঃ     ২
৩৩।     এআইএসসি কোড অনুযায়ী কাঠামোর উন্মুক্ত পার্শে¦ বায়ুচাপের পরিমান কত ধরা হয়?
    ক) ৭৮ কেজি/বর্গমিটার  খ) ৯৮ কেজি/বর্গমিটার , গ) ১০৮ ে কেজি/বর্গমিটার  
উত্তরঃ    ৯৮ কেজি/বর্গমিটার
৩৪।    সরাসরি লোড প্রযোগ করিয়া ামটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে যে টিম্বার বাল্ব ব্যবহার করা হয় তার প্রস্থচ্ছেদ কত?
উত্তরঃ     ৩০ সেন্টিমিটার দ্ধ৩০ সেন্টিমিটার
অগভীর ভিত্তি
৩৫।     অগভীর ভিত্তি বলতে কি বুঝ?
উত্তরঃ     ভিত্তির গভীরতা, ভিত্তির প্রস্থের সমান বা কম হইলে তাহাকে অগভীর ভিত্তি বলে। অন্য কথায় যে ভিত্তি খনন করিয়া নির্মাণ করা হয় তাকে অগভীর ভিত্তি বলে।
৩৬। কাঠামোর এলাকায় মেঝের ন্রায় সমস্ত এলাকা জুড়িয়া মোটা আরসিসি স্লাব নির্মান করিয়া নির্মাণ করা হয়। 
ক) কলাম ফুটিং ভিত্তি। 
খ) স্প্রেড ফুটিং ভিত্তি
গ) র‌্যাফট ভিত্তি
উত্তরঃ র‌্যাফট ভিত্তি।

 ৩৭।     শূন্যস্থা পূরন কর-
ক) যে সমস্ত এলাকায় বেলে মাটি বা নরম মাটির অভ্যন্তরে স্বল্প গভীরতায় শ্কত স্থর পাওয়্যা যায় সেখানে অধিক লোড সম্পন্ন কাঠামোর লোডকে শ্কত স্থরে স্থানান্তর করার জন্য ভিত্তি ব্যবহার করা হয়। 
খ) পায়ারের ব্যাস, পায়ারের উচ্চতার-------------- অংশের চেয়ে কম হইবে না। 
গ) আর্গ্রতার পরিবর্তনে ------------- সয়েল এর সংকোচন প্রসারণ ঘটে। 
ঘ) পায়ার ভিত্তি সাধারণত ------------- হইয়া থাকে। 
ঙ) আন্ডার বীম পাইলে --------- এর সংখ্যা বৃদ্ধি করিয়া বহুতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা যায়। 
চ) বিত্তির গভীরতা ভিত্তির প্রষ্থের সমান বা কম হইলে তাহাকে Ñ------- ভিত্তি বলে। 
ছ) আন্ডার বীম পইলে একটি অতিরিক্ত বাল্ব প্রদান করিলে ভার বহন ক্ষমতা ------------- বৃদ্দি পায়। 
উত্তরঃ
৩৮। ক) পায়ার ভিত্তি, খ) ১/১২ গ) ব্লাক কটন, ঘ) গোলাকার, ঙ) বাল্ব, চ) আগভীর, ছ) ৫০%।
৩৯। বলতে কি বুঝ?
উত্তরঃ ভিত্তির গভীরতা উপহার প্রস্থের তুলনায় অনেক কম বেশী হইলে উহাকে বলে।
৪০। ব্যবহার অনুযায়ী পাই কত প্রকার ও কি কি?
ক) বিয়ারিং পাইল 
খ) শীট পাইল 
গ) ফ্রিকশন পাইল
ঘ) অ্যাংকোর পাইল
ঙ) ব্যাটার পাইল 
চ) ফোন্ডার পাইল 
ছ) কম্পাকশন পাইল 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর