সিড়ি সম্পর্কিত কিছু কথা বার্তা
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 75492
সিড়ির চওড়া
সিড়ির প্রস্থ কমপক্ষে ৭৫ সেন্টিমিটার হওয়া উচিৎ, আর যদি ব্যবহারকারির সংখ্যা ১০ এর বেশি হয় সেই ক্ষেত্র ৯৫ সেন্টিমিটার। দুই বা এর অধিক পরিবার হলে ১০০ সেন্টিমিটার এবং একাধিক পরিবার এবং ১০ এর অধিক ব্যবহারকারি হলে ১২৫ সেন্টিমিটার হওয়া উচিৎ। হোটেল, অফিস, সিনেমা ইত্যাদি পাবলিক জায়গা সমুহতে এর চওড়া হবে ১৫০ সেন্টিমিটার। ল্যান্ডিং এর চওড়া কমপক্ষে সিড়ির মত হবে। ৩০০ এর অধিক ব্যবহারকারি হলে দুইটা সিড়ি ব্যবহার করা উচিৎ।
সিড়ির পাদানি বা ট্রেড
আবাসিক ভবনে সিড়ির ধাপের চওড়া ২৫০ মিমি হওয়া উচিৎ, এবং আবাসিক ছাড়া অন্য ক্ষেত্রে ৩০০ মিমি হওয়া উচিৎ।
সিড়ির রাইজার বা ধাপের উচ্চতা
আবাসিক ভবনে সিড়ির ধাপের উচ্চতা সর্বোচ্চ ২০০ মিমি হওয়া উচিৎ, এবং আবাসিক ছাড়া অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ১৫০ মিমি হওয়া উচিৎ।
সিড়ির ঢাল বা স্লোপ
ঢাল ২৬ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে হতে হবে। তবে ৩০ ডিগ্রি একটি সঠিক পরিমাপ।
সিড়ির হ্যান্ডরেইল
এর উচ্চতা ৮০০ থেকে ৯০০ এর মধ্যে থাকতে হবে।
সিড়ির হেডরুম বা উচ্চতা
এর উচ্চতা ২১০০ এর উপরে থাকতে হবে। কেননা না হলে ফার্ণিচার উঠা-নামা করার সমস্যা হতে পারে।
আলো-বাতা
আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে। এবং ইলেক্ট্রিক লাইট এর ব্যবস্থা থাকতে হবে।
মন্তব্য সমুহ