সিভিল প্রশ্ন ব্যাংক-০৬

Md. Ashraful Haque, 16-Dec-2008
ভিউ : 136647

৫১।     হাতুরীর ওজন, পাইলের ওজনের কত  % এর কম হওয়া উচিত?
উত্তরঃ     ৫০%। 
৫২।      তাহুরীর ওজন সাধারণতঃ ২ থেকে ৪টন এবং ষ্ট্রোক দৈষ্য/পতন দৈঘ্য সাধারণত -------- মিটার হযে থাকে।
উত্তরঃ     ১.৫মিটার।
৫৩।     কেইসন কি. 
উত্তরঃ পানির নীচে যথাস্থানে ভিত্তি স্থঅপনের জন্র যে কাঠামো ব্যবহৃত হয় তাহাকে কেইসন বলে। 
৫৪।     ভিত্তির গভীরতা নূন্যতম কত ধরিতে হয়?
    ৪৫ সেন্টিমিটার/৬০ সেন্টিমিটার/ ৯০ সেন্টিমিটার
উত্তরঃ     ৯০ সেন্টিমিটার
৫৫।     সর্বমোট লোডকে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা দ্বারা ভাগ করিলে ভিত্তির কি পাওয়া যায়?
    দৈর্ঘ্য/প্রস্থ/গভীরতা
উত্তরঃ     প্রস্থ।
৫৬।    যে পাইল, পাইল বসানোর স্থানে ঢালাই করা হয়, তাহাকে ---------- পাইল বলে।
    প্রিকাষ্ট, খ) অর সি সি পাইল, গ) কাস্ট ইন-সিটু
উত্তরঃ কাস্ট ইন-সিটু
৫৭।     ------- এক প্রকার অস্থঅয়ী বেষ্টনী যাহা নদী, হৃদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাঁধা দান করে। 
ক) শীট পাইল, খ) ড্যাম, গ) কফার ড্যাম
উত্তরঃ     কফার ড্যাম
৫৮। পানির নীচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্র যে কাঠামো ব্যবহৃত হয় তাহাকে ----------- বলে।
উত্তরঃ  কেইসন/সিলিন্ডার/কফার ড্যাম।
ভিত্তির কংক্রিট
৫৯। কংক্রিট কয় প্রকার ও কি কি। 
উত্তরঃ     কংক্রিট চার প্রকারঃ
ক) লাইম কয়ক্রিট 
খ) সিমেন্ট কংক্রিট
গ) আর সি সি কংক্রিট
ঘ) প্রি ষ্টেপাসড কংক্রিট
৬০। কোনটি কোর্স এগ্রিগেট?
    ক) বালি, খ) খোয়া, গ) সুরকি, ঘ) সিমেন্ট
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর