সিভিল প্রশ্ন ব্যাংক-০৭
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 31207
৭০।ম্যাশিনারি কি?
উত্তরঃ ইট বা পাথরের নির্মান কলাকৈশোল কে ম্যাশিনারি বলে ।
৭১।নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি কত প্রকার?
উত্তরঃ ৭১।নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি ৬ প্রকার।
ক)স্টোন ম্যাশিনারি
খ)ব্রিক ম্যাশিনারি
গ)রিইনফোর্ড ব্রিক ম্যাশিনারি
ঘ)কম্পোজিট ম্যাশিনারি
ঙ)হলো-কোংক্রিট ব্লক ম্যাশিনারি
চ)লোড বিয়ারিং ওয়াল টাইল ম্যাশিনারি
৭২। ক) FPS পদ্ধতিতে ইটের আকার কত?
খ)মেট্রিক পদ্ধতিতে ইটের আকার কত?
উত্তরঃ ক)৯*১/২*৪*১/২*২*১/২ ইঞ্চি এবং মসলাসহ ১০”*৫”*৩”
খ)২৪১*১১৪*৭০ মিমি এবং মসলাসহ ২৫৪*১২৭*৭৬মিমি
৭৩। ইটের যে অংশে তৈরি কর্তার সংক্ষিপ্ত নামের সাক্ষর থাকে তার টেকনিক্যাল নাম কি?
উউত্তরঃ ফ্রগ
৭৪।stretcher এর আকার কত?
ক)২৪১*৭০মিমি
খ)২৪১*১১৪ মিমি
গ)১১৪০*৭০ মিমি,
উত্তরঃ ২৪১*৭০মিমি
৭৬। ইটেড় ২৫৪*৭৬ মিমি তলের টেকনিক্যাল নাম কি?
উত্তরঃ স্ট্রেচার
৭৭। হেডারের মাপ কি?
উত্তরঃ ১২৭*৭৬ মিমি,
৭৮।দেওয়ালের যে পাশে আবহাওয়ার দিকে অথবা বাহিরের দিকে উন্মুক্ত তাকে তার টেকনিক্যাল নাম কি?
উত্তরঃ ফেস
৭৯। দেওয়ালের ফেস নির্মাণের জন্য ব্যবহৃত পদার্থের নাম কি?
উত্তরঃ ফেসিং
মন্তব্য সমুহ