সিভিল প্রশ্ন ব্যাংক-০৭

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 31220

৭০।ম্যাশিনারি কি?

উত্তরঃ ইট বা পাথরের নির্মান কলাকৈশোল কে ম্যাশিনারি বলে ।

৭১।নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি কত প্রকার?

উত্তরঃ ৭১।নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি ৬ প্রকার।

          ক)স্টোন ম্যাশিনারি

          খ)ব্রিক ম্যাশিনারি

          গ)রিইনফোর্ড ব্রিক ম্যাশিনারি

          ঘ)কম্পোজিট ম্যাশিনারি

          ঙ)হলো-কোংক্রিট ব্লক ম্যাশিনারি

          চ)লোড বিয়ারিং ওয়াল টাইল ম্যাশিনারি

৭২।    ক) FPS পদ্ধতিতে ইটের আকার কত?

          খ)মেট্রিক পদ্ধতিতে ইটের আকার কত?

উত্তরঃ ক)৯*১/২*৪*১/২*২*১/২ ইঞ্চি এবং মসলাসহ ১০”*৫”*৩”

          খ)২৪১*১১৪*৭০ মিমি এবং মসলাসহ ২৫৪*১২৭*৭৬মিমি

৭৩। ইটের যে অংশে তৈরি কর্তার সংক্ষিপ্ত নামের সাক্ষর থাকে তার টেকনিক্যাল নাম কি?

উউত্তরঃ ফ্রগ

৭৪।stretcher এর আকার কত?

          ক)২৪১*৭০মিমি

          খ)২৪১*১১৪ মিমি

          গ)১১৪০*৭০ মিমি,

উত্তরঃ ২৪১*৭০মিমি

৭৬। ইটেড় ২৫৪*৭৬ মিমি তলের টেকনিক্যাল নাম কি?

উত্তরঃ স্ট্রেচার

৭৭। হেডারের মাপ কি?

উত্তরঃ ১২৭*৭৬ মিমি,

৭৮।দেওয়ালের যে পাশে আবহাওয়ার দিকে অথবা বাহিরের দিকে উন্মুক্ত তাকে তার টেকনিক্যাল নাম কি?

উত্তরঃ ফেস

৭৯। দেওয়ালের ফেস নির্মাণের জন্য ব্যবহৃত পদার্থের নাম কি?

উত্তরঃ ফেসিং

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর