সিভিল প্রশ্ন ব্যাংক-০৮

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 17944

৮০। দেওয়ালের ভিতরের পাশে যাহা আবহাওয়ার দিকে উন্মুক্ত থাকেনা তার নাম কি?
উত্তরঃ ব্যাক
৮১।দেওয়ালের ব্যাক নির্মাণের ব্যবহৃত পদার্থকে------বলে।
উত্তরঃ ব্যাকিং
৮২। ফিলিং কি?
উত্তরঃ দেওয়ালের ব্যাকিং এবং ফেসিং এর মধ্যবর্তি অঞ্চল কে ফিলিং বলে ।
৮৩।শূন্যস্থান পুরন করঃ-
ক) ইটের আকটি লম্বা পার্শ(২৫৪*৭৬০) অক্ষিত রাখিয়া ইটের অন্য পাশে কাটা হলে------ইট পাওয়া যায়।
খ) ইটের আকটি লম্বা পার্শ(২৫৪*৭৬০) অক্ষিত রাখিয়া ত্রিভূজাকার একটি খন্ড কাটিলে------ক্লোজার পাওয়া যায়।
গ)অর্ধেক প্রস্থ বিশিষ্ট পূর্ণ দৈর্ঘের ইটকে----ক্লোজার বলে।
ঘ)দরজা জালনির জন্য নির্মিত ফাকা জায়গার খাড়া পার্শদয়কে-----বলে।
ঙ)দরজা জালনা চৌকাঠ লাগানোর পরে দেওয়ালের উন্মুক্ত পার্শে যে খাড়া পৃষ্টদেশ অবশিষ্টথাকে তাকে ----বলে ।
চ)মাটির সমান্তরালে যদি এক কোর্স ইট দেওয়াল পৃষ্ঠ কিছুটা বাহিরে থাকে তবে তাকে ---- বলে।
ছ)কার্নিশের উপর এক কোর্স পাথরের গাথুনিকে-----বলে ।
উত্তরঃ     ক)ক্লোজার খ)কিং গ)কুইন ঘ)জ্যাম্বস ঙ)রিভিলস  চ)স্ট্রিং কোর্স 

৮৪. ঢালু ছাদে প্রান্তে নির্মিত ম্যাশিনারি কে---বলে।
উত্তরঃ গেবল
৮৫।কলাম কি? 
উত্তরঃ ইহা একটি একক ভ্যারটিকাল রিয়ারিং মেম্বর।
৮৬। ব্যাট্রেস কি?
উত্তরঃ লম্বা দেওয়ালকে বহির্মুখি ধাক্কা সহনক্ষম করার জন্য দেওয়ালের কিছু দুরুত্য পরপর বহিস্থাপন পার্শে পুরু ধাপে ধাপে বৃদ্ধি করা হয় তাকে ব্যাট্রেস বলে।
৮৭।কর্বেল কি?
উত্তরঃ দেওয়াল থেকে বাহির হয়ে থাকা ইট বা পাথরের এক বা একাধিক কোর্স কে কর্বেল বলে।
৮৮। ইন্ডেনটিং কি? 
উত্তরঃ ভবিষ্যৎ এর খথা বিবেচনা করে ম্যাশিনারি কাজে আপাতত বিরতি দেওয়া কে ইন্ডেনটিং বলে।
৮৯।টেমপ্লেট কি?
উত্তরঃ কংক্রিটের তৈরি একটি ব্লক ।যাহা বিম অথবা গার্ডারে কেন্দ্রিভুত লোডকে বিস্তৃত আলাকাই ছারাইয়া দেওয়ার জন্য বি অথবা গার্ডারের নিচে স্থাপন করা হয়।
৯০।বেসমেন্ট কি?
উত্তরঃ কোন ভবনের মাটির নিচের তলাকে বেসমেন্ট বলে।
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর