সিভিল প্রশ্ন ব্যাংক-১২
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 67434
১২০। স্কিউ-ব্যাক ও ক্রাউন এর মধ্যবর্তি আর্চের নিচের অর্ধেক অংশ কে কি বলে?
উত্তরঃ Haunch
১২১। শুন্যস্থান পুরণ করঃ-
ক) আর্চের স্প্যান দৈর্ঘ ০-১.৫ মিটার পুরুত্ত------হবে ।
খ) আর্চের স্প্যান দৈর্ঘ ১.৫-৪ মিটার হলে পুরুত্ত------হবে ।
গ) আর্চের স্প্যান দৈর্ঘ ৪-৭.৫ মিটার পুরুত্ত------হবে ।
উত্তরঃ ক) ২০ সেন্টিমিটার খ)৩০ সেন্টিমিটার গ)৪০সেন্টিমিটার
১২২।শুন্যস্থান পুরণ করঃ-
ক)-----আর্চের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র স্প্রিংগ্যিং লাইনের নিচে অবস্থান করে ।
খ)----আর্চের কেন্দ্রে স্প্রিগিং লাইনের উপর অবস্থান করে ।
গ) -----আর্চের একাধিক কেন্দ্র থাকে ।
ঘ)প্যারাবোলিক আর্চ ---কেন্দ্র বিশিষ্ট ।
ঙ) একক অর্ধবৃত্তকার আর্চের পুরুত্ত,T=------।
উত্তরঃ ক) সেগমেন্টাল খ) অর্ধবৃত্তকার গ)উপবৃত্তকার ঘ)তিন ঙ) ০.০৭R^1/2
124. এক কেন্দ্রবিশিষ্ট আর্স কোনটি?
ক)blunt arch খ)horse shoe arch গ)elliptical arch
উত্তরঃ horse shoe arch
১২৫।তিন কেন্দ্রবিশিষ্ট আর্স কোনটি?
ক)parabolic arch খ)blunt arch গ) segmental arch
উত্তরঃ parabolic arch
১২৬। এক কেন্দ্রবিশিষ্ট আর্স এর পুরুত্ত কত?
উত্তরঃ T =0.045R^1/2
১২৭। সিরিজ সেগমেন্ট আর্স এর পুরুত্ত কত?
উত্তরঃ T =0.064R^1/2
১২৮। rcc লেন্টেল এর পুরুত্ত কত?
ক)৫ ইঞ্চি খ)৬ ইঞ্চি গ)৮ ইঞ্চি
উত্তরঃ ৬ ইঞ্চি
১২৯।bulls eye arch এর কেন্দ্র কয়টি?
ক)১টি খ) ২টি গ)৩টি
উত্তরঃ ১টি
মন্তব্য সমুহ