সিভিল প্রশ্ন ব্যাংক-১১

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 109423

১১১।কম্পোজিট ম্যাশনারি কি?
উত্তরঃ একাধিক নির্মান সামগ্রির সমন্বয়ে নির্মিত গাথুনি কে কম্পোজিট ম্যাশনারি   বলে।
১১২। ম্যাশিনারির মধ্যে উৎপাদিত কংক্রিট ব্লকের আদর্শ আকার কত?
উত্তরঃ ক)ফাপা কংক্রিট , ৩৯*১৯*৩০ সেন্টিমিটার
    খ)ফাপা বিল্ডিং টিইল,৩৯*১৯*২০ সেন্টিমিটার
    গ)পার্টিশনের জন্য ফাপা কংক্রিট ব্লক,৩৯*১৯*১০ সেন্টিমিটার
১১৩।ফাপা আদর্শ কংক্রিট ব্লকের উপরিতলের ক্ষেত্রফল কত?
উত্তরঃ মোট ক্ষেত্রফল এর ৫৫-৬০%
১১৪। ফাপা আদর্শ কংক্রিট ব্লকের পুরুত্ত কত?
উত্তরঃ ৫ সেন্টিমিটার 
১১৫।আর্চ সাপোর্টের উপর কেমন চাপ প্রয়োগ করে?
উত্তরঃ আনুভুমিক ও উল্লমবিক,।
১১৬। শুন্যস্থান পুরণ করঃ-
ক) আর্চের ঠিক মাজখানে অর্থাৎ সর্বচ্চ বিন্দুতে যে বৃহৎ অয়েজ আকার ব্লকটি স্থাপন করা হয় ,তাকে----বলে।
খ) আর্চের ইনার কার্ভকে ---বলে ।
গ) ----- এর ইনার সারফেসকে সফিট বলে ।
ঘ) আর্চের বহিস্থ কার্ভকে ----বলে ।
ঙ) extrados এর সর্বোচ্চ বিন্দুকে---- বলে ।
চ) দয়ালের যে অংশে, একটি আর্চ প্রান্তের সাপোর্ট হিসাবে কাজ করে তাকে-----বলে ।
ছ)-----পাশাপাশি দুটি আর্চের সাপোর্ট হিসাবে কাজ করে ।
উত্তরঃ ক) কী স্টোন খ) ইন্ট্রেডোজ গ) আর্চ ঘ) extrados
    ঙ)ক্রাঊন চ) abutment ছ) পায়ার
১১৭। কে আর্চের বহির্মুখী ধাক্কা সহ্য করে ।
উত্তরঃ abutment
১১৮।স্কিউব্যাক এবং ইন্ট্রেডোজ এর ছেদ বিন্দুকে কি বলে ।
উত্তরঃ স্প্রিগ্ঙ্গিং পয়েন্ট।
১১৯। ক্রাউন ও আনুভুমিক স্পর্শক রেখা ও আর্চের পিঠের মধ্যবর্তি ত্রিভুজাকার  স্থানকে কি বলে?
উত্তরঃ স্প্যানড্রিল

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর