একটি কন্সট্রাকশন প্রজেক্ট এর আত্ম কাহিনী-০৪
Md. Ashraful Haque, 11-Dec-2002
ভিউ : 114452
আজকে বর্ণনা করব আমার এইখানে অবস্থিত পুরোনো বিল্ডিং ভেঙ্গে ফেলার পর থেকে যা যা হয়েছে তা তা বর্ণনা করার।
১. সা্ইটের পানির উৎস ঠিক করা। এই জন্য আমার এখানের পুর্বের ১ইঞ্চি লাইন থেকে ১.৫ ইঞ্চি লাইন নেওয়া হয়।
২. এরপর সাইটের মাঝে লেবারদের থাকার জন্য একটি টিনের বড় ঘর করা হয়, একটি ঘর করা হয় অফিস হিসাবে এবং আর একটি করা হয় স্টোর এর জন্য
৩. পাইলিং করার জন্য ৩টি ট্যাংক করা হয়। এর মধ্যে একটি পানির, একটি কাদার এবং আর একটি কাদাপানির।
৪. প্রতিদিন এই কাদার ট্যাং থেকে কাদা রাতে গাড়ি এসে নিয়ে যেত।
৫. সকালে বোরিং করা শুরু হত। এরপর বোরিং হয়ে গেলে পানি দিয়ে ভালভাবে পরিস্কার করা হত।
৬. পরিস্কার করার পর লোহার খাচা বা রিইনফোর্সমেন্ট এর মধ্যে দেয়া হত।
৭. শেষে কংক্রিট দেয়া হত। কংক্রিট মিক্সার এর মসলা দেয়ার সময় বালি,সিমেন্ট এবং পাথরের টালি করা হত। এতে করে হিসাব থাকত যে মিক্সিং এর অনুপাত ঠিক হচ্ছে কিনা।
৮. ফেরা দিয়ে হিসাব করাই ভাল। তবে ফেরা না থাকার কারণে টুকরি দিয়েই অনেক সময় করা হয়।যদিও এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে
৯. সাধারণত প্রতি মিক্সিং থেকেই স্লাম্প নেয়া হত। এবং মাঝামাঝি সময়ে সিলিন্ডার নেয়া হত।
কিছু লক্ষনীয় বিষয়
১. মিক্সিং অনুপাত
২.খাচার দিক ঠিক রাখা
৩. ওয়েল্ডিং এবং তার দিয়ে বাধা ভালমত পরিক্ষা করা
৪. স্লাম্প ঠিক রাখা, অর্থাৎ পানির পরিমান ঠিক রাখা
৫. লেভেল ঠিক রাখা, অর্থাৎ যেই পর্যন্ত খাচার উপর অংশ থাকবে, সেই লেভেল ঠিক রাখতে হবে।
মন্তব্য সমুহ