ম্যাট বা র্যাফ্ট ফাউন্ডেশন
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 104708
গতকাল জিবনের প্রথম কংক্রিটের ঢালাই দিলাম। এটা ছিল ম্যাট এর ঢালাই। ৩০ ফুট প্রস্থ এবং ৬৯ ফুট লম্বা ছিল এই অংশের মাপ। মোট আয়তনের ২৫ শতাংশ। এখানে আমরা ব্যবহার করেছি রেডিমিক্স কংক্রিট। কেননা এত বেশি পরিমান কংক্রিট সাইটে তৈরি করা যেমন ঝামেলা, তেমনি কষ্টসাধ্য। এই ঢালাই থেকে যা শিখেছি তা নিচে পয়েন্ট আকারে নিচে দেওয়া হলো
- কন্টুরিং করে আসল আয়তন নিতে হবে। যেমন প্রতি ২৫ বর্গফুট পরিমান আয়তেনের উচ্চতা নিতে হবে, এবং গড় উচ্চতা দিয়ে এরিয়াকে গুন দিয়ে আয়তন বের করতে হবে। যেমন আমাদের এই ঢালাই এর গড় উচ্চতা ছিল ৩'-৪"।
- সাইটের জেনারেটর এর ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত তেল এর ব্যবস্থা থাকতে হবে। জেনারেটর না থাকলে ডিজেল ভাইব্রেটর রাখতে হবে।
- দুইটা ইলেক্ট্রিক জেনারেটর এবং একটি ডিজেল ভাইব্রেটর রাখতে হবে।
- ভাইব্রেটর এর জন্য ২ টা নজেল অতিরিক্ত রাখতে হবে। সাধারণত ২" নজেল ব্যবহার করা হয় ম্যাট ঢালাইয়ে। তবে ১.৫" নজেলও রাখতে হবে। একটি ২.৫" নজেল থাকা ভাল।
- ৩" হলোবক্স রাখতে হবে পর্যাপ্ত পরিমান। রড এর উপরে চারিদিকে এই বক্স রাখা হয়। এটি কংক্রিটর এর উপরের কভার তৈরি করে।
- সম্পুর্ণ ঢালাই একবারে না হলে ষ্টপার এর জন্য পর্যাপ্ত শাটার রাখতে হবে।
- শেষ মাথা (যার পরে আর ঢালাই হবে না) তে ইটের গাথুনি করতে হবে। এবং যেই দিকে ঢালাই সম্প্রসারিত হবে ভবিষ্যতে, সেই দিকে সাটার দিয়ে বন্ধ করে দিতে হবে।
- নিরাপত্তার জন্য হেলমেট এবং গামবুট রাখতে হবে।
- কন্ট্রাকটর এর লেবার এর পাশাপাশি নিজেদের ৬-৭ জন ওয়ার্কার রাখতে হবে।
- ইলেকট্রিশিয়ান সার্বক্ষনিক রাখতে হবে।
- ২-৩ টা ইলেক্ট্রিক সকেট লাইন রাখতে হবে।
- কিউরিং এর জন্য চট রাখতে হবে। তবে পনডিং করলে ভাল হয়।
- সিলিন্ডার এবং কৌণ রাখতে হবে।
- স্টীল ব্রাশ রাখতে হবে যাতে করে রড এর সাথে লেগে থাকা কংক্রিট এর অংশ পরিস্কার করা যায়।
- প্রায় প্রতি গাড়ি কংক্রিট এর স্ল্যম্প নিতে হবে কৌণ এর মাধ্যমে।
- কোদাল এবং ব্যালচা রাখতে হবে। যদিও এই যন্ত্রপাতি গুলি কন্ট্রাকটর দিয়ে থাকে তবুও সাইটের নিজস্ব রাখা উচিৎ।
- সকল ধরণের সাটার থাকতে হবে। যেমন লিফ্ট,কলাম,ওয়াল,রিটেইনিং ওয়াল ইত্যাদির জন্য।
- খাড়া উপাদান যেমন কলাম,ওয়াল ইত্যাদির কিকার (তলা থেকে ৬" কাস্টিং) করা উচিৎ। কিকার করা হয় সাটার ধরে রাখার জন্য। তবে কিকার না করে নিচে রড দিয়েও অনেক সময় সাটার লাগানো হয়।
- এক গাড়ি হাতে রেখে কংক্রিট এর সরবরাহর কথা পাম্পকে বলতে হবে। এর পর শেষের দুই গাড়ি বাকি থাকতে পুনরায় মাপ নিয়ে সঠিক পরিমান মালের অর্ডার দিতে হবে।
- সাইটের ব্রেসিং থাকলে জয়েস্ট মজুদ রাখতে হবে।
- জয়েষ্ট লাগানোর জন্য গ্যাস কাটার, ওয়েল্ডিং মেশিন ২ টা রাখতে হবে। গ্যাস কাটার এর জন্য একটি গ্যাস সিলিন্ডার এবং ২ টা অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে।
আপাতত এইটুকু মনে পড়ল। গোছানোর সময় পেলাম না। তবে আরও মনে পড়লে মন্তব্য আকারে দিব। আপনারাও দিবেন দয়া করে।