বাংলাদেশে ভূমিকম্পের প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 67767
যে কোন মুহূর্তে ভূমিকম্প এ দেশে আঘাত আনতে পারে। ভূমিকম্পে দালান-কোঠার নীচে চাপা পরে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সাম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন এবং
- ভূমিকম্প সম্পর্কে ধারনা গ্রহন করুন।
- আপনার ভবনটি ভূমিকম্পে কতোটুকু টেকসই তা জানুন।
- সকল স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড/ ইমারত নির্মাণ আইন মেনে চলুন।
- ভূমিকম্প অনুভূত হলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।
- কোন কিছু সঙ্গে নেয়ার লোভে ঘর থেকে বের হতে সময় নষ্ট করবেন না।
- বৈদ্যুতিক খুঁটি/ তার বা ইমারত থেকে নিরাপদ দুরত্তে অবস্থান নিন।
- ধ্রুত বের হতে না পারলে কলামের গোঁড়ায় অথবা শক্ত খাট বা টেবিল এর নীচে আশ্রয় নিন।
- ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাস এর সংযোগ বিচ্ছিন করুন।
- আতঙ্কিত না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন।
- ভূমিকম্প-উত্তর উদ্ধারকারীদের কাজে যথাসম্ভব সহায়তা করুন।
- রোগী,শিশু,বৃদ্ধ ও প্রতিবন্ধিদের রক্ষারতে বিশেষ নজর দিন।