NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

ডাবলি রি-ইনফোর্সমেন্ট ডিজাইন পদ্ধতি

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 74559

১ম ধাপ:

সিংলী বীম হিসাবে , চওড়া (b)ও উচ্চতা (h) অনুযায়ী Mu বের করতে হবে। যেখানে রড এর অনুপাত ধরতে হবে কোড অনুযায়ী সর্বোচ্চ যা আসে। মনে  ρ = ρmax 

Mu = Ø As fy (d - a/2)

a = As fy / 0.85 fc' b

যদি মূল এই Mu প্রয়োজনীয় দরকারী মোমেন্ট থেকে কম হয় তাহলে ডাবলী হিসাবে ডিজাইন করতে হবে।

২য়  ধাপ:

অতিরিক্ত মোমেন্ট বের করতে হবে-

অতিরিক্ত মোমেন্ট Mu1 = Mu - Mu2

এই অতিরিক্ত মোমেন্ট এর জন্য প্রয়োজনীয় স্টিল এরিয়া বের করতে হবে , As1 = As এবং ধরে নিতে হবে  fs = fy, এইখান থেকে অতিরিক্ত স্টিল As' = Mu1 /Ø fy (d - d' )

৩য়  ধাপ:

এইবার সমস্ত স্টিল বের করতে হবে , As = As' + As2

৪র্থ    ধাপ:

চাপ বল এ স্টীল ইয়েল্ডিং হয় কি হয়না। এবং ঐ স্টীল এর একক বল উপর ভিত্তি করে বল এবং মোমেন্ট হিসাব করতে হবে। যদি স্টীল এর চাপ fy থেকে কম হয় তাহলে পুনরায় হিসাব করতে হবে

A's rev f 's= As trial fy

A's rev = As trial fy / fs'

টান রডের জন্য রিভাইজ / পুন:বিবেচনার দরকার নাই। কারণ টান এলাকাতে  fy হিসাবে করা হয়।

৫ম ধাপ:

সর্বোচ্চ এবং সর্বনিম্ন রি-ইনফরসমেন্ট অনুপাত ঠিক রাখতে হবে।

৬ষ্ঠ ধাপ:

সঠিক বার বা রডের সাইজ নির্বচন করতে হবে।