বাড়ি নির্মাণে বাজেট

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 103048

আজকে এই ব্লগ টা খুজে পেলাম। যদিও আমি কমার্স ব্যাকগ্রাঊন্ডেড, কিছুটা ইন্টারেস্ট আছে ইঞ্জিনিয়ারিং এর প্রতি। সেই সুত্রে গুগ্লিং করে করে এই ব্লগে আসা। এই ব্লগের ব্লগার দের মেনি থ্যাঙ্কস, কিছুটা অল্প স্বল্প হলেও জানতে পারছি। 

বাড়ি নির্মাণে কতিপয় প্রয়োজনীয় বিষয়সমূহ এর প্রতিটা পর্ব পড়লাম, বল্গার কে থ্যাঙ্কস। আমার আড়াই কাঠা এক টুকরো জমি আছে। এই শীতে প্লান করতেছি ফাঊন্ডেশণ ছাড়া এক তলা বাড়ী করবো, আমরা মানুশ দুজণ। দুজণ মানুশের জন্য খুব বেশি টাকা খরচ করে পেইন ঝামেলা নিতে চাই না। 

কিন্তু, বাড়ী করার ব্যাপারে আমার খুবি সীমিত জানি। কেউ যদি টোটাল খরচ কত হবে একটা রাফ বাজেট দিতেন , খুবি উপকার হত। 

কিছু ফিচারসঃ 

১) জমি আড়াই কাঠা

২) ইকুয়্যালী পাচ রুম হবে 

৩) ছাদ হবে

৪) মাটি থেকে দেড় হাত উপরে  হবে

৫) জমি টা আগে ঝিল ছিল, ১ বছর আগে একাংশ বালু, একাংশ মাটি ফেলে ভরাট করা হয়েছে

৬) টাইলস হবে

৭) ইলেক্ট্রিসিটি, গ্যাস, পানি, সুয়ারেজ এর পরিকল্পিত ব্যাবস্থা নিয়ে বাড়ী করতে হবে

ধন্যবাদ সবাইকে। 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর