ইট, পর্ব-৩
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 86432
ইটের মাঠ পরীক্ষা (Field test of bricks) নিম্নে ইটের মাঠ পরীক্ষার পদ্ধতিগুলো দেয়া হলো-
- ইটের আকার-আকৃতি ও ধারগুলো ভালো করে দেখতে হবে। যদি আকৃতি সুষম হয় এবং ধারগুলো তীক্ষ্ণ হয় তবে বুঝতে হবে এটা ভালো ইট।
- একটি ভালো ইটে নখের সাহায্যে আঁচড় কাটার চেষ্টা করলে আঁচড় পড়বে না। যদি আঁচড় পড়ে তবে বুঝতে হবে ইটটি ভালো নয়।
- একটি ইটকে আরেকটি ইটের সাহায্যে আঘাত করলে যদি ধাতব শব্দ হয় তবে বুঝতে হবে এটা ভালো ইট।
- দুটি ইটকে ইংরেজি T অক্ষরের ন্যায় স্থাপন করে ১.৫ মি. থেকে ১.৭ মি. উপর থেকে শক্ত মাটিতে ফেলে দিলে যদি না ভাঙ্গে তবে বুঝতে হবে এটা ভালো ইট।
- একটি ইটকে ভেঙ্গে কয়েক টুকরা করতে হবে। যদি এগুলোতে ছিদ্রের পরিমাণ অধিক পরিলক্ষিত হয় তবে ইটটি ভালো নয়।
- ইটের টুকরাগুরো ভালো করে দেখতে হবে। যদি বর্ণের ভিন্নতা দেখা যায় তবে ইটটি ভালো নয়। কিন্তু যদি সুষম গাঢ় লাল বা তাম্র বর্ণের হয় তবে এটি ভালো ইট।