ইটের নাম |
ইটের ব্যবহার |
প্রথম শ্রেণির ইট |
- সকল প্রকার স্থায়ী ও উত্তম কাজে।
- ইমারত, সেতু, রাস্তা, বাঁধ, পিয়ার বা লাইনিং এর কাজে।
- স্থাপত্যিক কারুকার্যময় কাজে এবং ফেসিং ব্রিক হিসেবে।
- কংক্রিটের খোয়া তৈরীতে।
|
দ্বিতীয় শ্রেণির ইট |
- গাঁথুনির কাজে। তবে অসমৃণ তল ঢেকে দেওয়ার জন্য প্লাস্টার ব্যবহার করতে হয়।
- রাস্তা এবং কংক্রিটের খোয়া তৈরিতে।
- অভ্যন্তরীণ দেয়াল নির্মাণে, যার উপর কোনো লোড পড়ে না।
|
তৃতীয় শ্রেণির ইট |
- সোলিং এর কাজে।
- সুরকি তৈরির কাজে।
- ওয়াটার বাউন্ড ম্যাকাডাম সড়কে।
|
পিক্ড ঝামা ইট |
- রাস্তার খোয়া তৈরিতে।
- গাঁথুনির কাজে।
- কংক্রিটের খোয়া তৈরির কাজে।
|
ঝামা ইট |
- খোয়া তৈরির কাজে।
- ব্যাটস্ তৈরির কাজে।
|
ঝাঁঝরা ইট
(Perforated Bricks) |
- ছোট ইমারতে ভার বহনকারী দেয়াল হিসেবে।
- বহুতলা ভবনে অভ্যন্তরীণ দেয়াল বা প্যানেল দেয়াল হিসেবে।
- সড়কের ডিভাইডারে।
|
ফাঁপা ইট
(Hollow Bricks) |
- বহুতলা ভবনে অভ্যন্তরীণ দেয়াল বা প্যানেল দেয়াল হিসেবে।
- সড়কের ডিভাইডারে।
- তাপ বা ঠান্ডা প্রতিবন্ধক দেয়াল হিসেবে।
|
ছক আঁকা ইট
(Checkered Bricks) |
- অলংকারমূলক কাজে ব্যবহৃত হয়।
|
বুলনোজ ইট
(Bull Nose Bricks) |
- দেয়ালে কোণায় অলংকারমূলক কাজে ব্যবহাত হয়।
|
স্ট্রিং কোর্স ইট |
- স্ট্রিং কোর্সে ব্যবহৃত হয়।
|
কার্নিশ ইট |
|
গাটার ইট |
- ড্রেনেজ কাজে ঢালু ছাদের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়।
|