সিমেন্ট, পর্ব - ১

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 57336

নির্মাণ কাজে সিমেন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমান যুগে উন্নতমানের অবকাঠামো নির্মাণের পেছনে যে জোড়ক পদার্থটির ভূমিকা সবচেয়ে বেশী তার নাম সিমেন্ট। এ জোড়ক পদার্থটির উপযোগীতা এত বেশী এবং ব্যবহার এত ব্যপক যে এর আবিষ্কার না হলে নির্মাণের ক্ষেত্রে মানব সভ্যতার বর্তমান পূর্ণতা প্রাপ্তি অসম্পূর্ণ থেকে যেত। বাংলাদেশে বর্তমানে প্রচুর সিমেন্ট কারখানা রয়েছে। বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামালের সাহায্যে এসব কারখানায় উৎপাদিত বিভিন্ন ব্রান্ডের সিমেন্ট উন্নতমানের এবং দেশের চাহিদা পুরণে সক্ষম। এসব সিমেন্টের সাহায্যে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মিত হচ্ছে। এ অধ্যায়ে সিমেন্ট সম্বন্ধে আলোচনা করা হলো। ৫.১ সিমেন্ট নির্মাণ ক্ষেত্রে সিমেন্ট বন্ধন সামগ্রী হিসেবে কাজ করে। চূর্ণক, বালুকা ও মৃত্তিকা জাতীয় পদার্থের সাথে জিপসাম মিশ্রিত করে একটা সমসত্ব মিশ্রণ তৈরী করা হয়। মিশ্রণটিকে উচ্চ তাপে পোড়ানোর পর যে পাউডারে পরিণত করা হয়, সেটিই সিমেন্ট। সিমেন্টের গুণাবলী নির্ভর করে এর রাসায়নিক উপাদান, তৈরীর পদ্ধতি এবং সূক্ষ্মতার মাত্রার উপর। সিমেন্টের সাথে পানি মিশ্রিত করলে প্রথমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জমাট বাঁধে এবং আস্তে আস্তে শক্ত হয়ে পাথরের মতো কঠিন হয়। ৫.২ সিমেন্টের উপাদান সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টে নিম্নলিখিত উপাদানগুলো থাকে-

ক্রমিক নং উপাদান শতকরা পরিমাণ
চুন ৬৩%
সিলিকা ২২%
এলুমিনা ৭%
আয়রন অক্সাইড ৩%
ম্যাগনেসিয়া ২%
সালফার ট্রাই অক্সাইড ২%
ক্ষারকীয় পদার্থ (এলকালিস) ১%
৫.৩ সিমেন্টের শ্রেণিবিভাগ সিমেন্ট প্রধানত দুই প্রকার। যথা-
  1. প্রাকৃতিক সিমেন্ট
  2. কৃত্রিম সিমেন্ট
কৃত্রিম সিমেন্টগুলো হলো-
  1. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (Ordinary Portland Cement)
  2. পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট (Portland Composite Cement)
  3. দ্রুত কঠিনক্ষম সিমেন্ট (Rapid Hardening Cement)
  4. দ্রুত জমাট বাঁধনক্ষম সিমেন্ট (Quick Setting Cement)
  5. নিম্ন তাপ উৎপাদনক্ষম সিমেন্ট (Low Heat Cement)
  6. বার্ত্যা চুল্লি সিমেন্ট (Blast Furnace Cement)
  7. উচ্চ এলুমিনা সিমেন্ট (High Alumina Cement)
  8. সাদা সিমেন্ট (White Cement)
  9. রঙ্গিন সিমেন্ট (Coloured Cement)
  10. পোজোলানা সিমেন্ট (Pozzuolana Cement)
  11. সালফেটরোধী সিমেন্ট (Sulphate Resisting Cement)
চিত্র ৫.১ : বিভিন্ন প্রকারের সিমেন্ট কৃত্রিম সিমেন্টের মধ্যে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। ইউরোপের ডরসেট নামক স্থানে প্রাপ্ত পোর্টল্যান্ড পাথরের রঙ ও বৈশিষ্ট্যের সাথে এ সিমেন্টের রঙ ও বৈশিষ্ট্যের মিল থাকায় এ সিমেন্টের নাম পোর্টল্যান্ড সিমেন্ট রাখা হয়েছে। বেশীরভাগ প্রকৌশল কাজে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট এবং পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ব্যবহার করা হয়।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর