সিমেন্ট, পর্ব - ১
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 57336
নির্মাণ কাজে সিমেন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমান যুগে উন্নতমানের অবকাঠামো নির্মাণের পেছনে যে জোড়ক পদার্থটির ভূমিকা সবচেয়ে বেশী তার নাম সিমেন্ট। এ জোড়ক পদার্থটির উপযোগীতা এত বেশী এবং ব্যবহার এত ব্যপক যে এর আবিষ্কার না হলে নির্মাণের ক্ষেত্রে মানব সভ্যতার বর্তমান পূর্ণতা প্রাপ্তি অসম্পূর্ণ থেকে যেত। বাংলাদেশে বর্তমানে প্রচুর সিমেন্ট কারখানা রয়েছে। বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামালের সাহায্যে এসব কারখানায় উৎপাদিত বিভিন্ন ব্রান্ডের সিমেন্ট উন্নতমানের এবং দেশের চাহিদা পুরণে সক্ষম। এসব সিমেন্টের সাহায্যে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মিত হচ্ছে। এ অধ্যায়ে সিমেন্ট সম্বন্ধে আলোচনা করা হলো। ৫.১ সিমেন্ট নির্মাণ ক্ষেত্রে সিমেন্ট বন্ধন সামগ্রী হিসেবে কাজ করে। চূর্ণক, বালুকা ও মৃত্তিকা জাতীয় পদার্থের সাথে জিপসাম মিশ্রিত করে একটা সমসত্ব মিশ্রণ তৈরী করা হয়। মিশ্রণটিকে উচ্চ তাপে পোড়ানোর পর যে পাউডারে পরিণত করা হয়, সেটিই সিমেন্ট। সিমেন্টের গুণাবলী নির্ভর করে এর রাসায়নিক উপাদান, তৈরীর পদ্ধতি এবং সূক্ষ্মতার মাত্রার উপর। সিমেন্টের সাথে পানি মিশ্রিত করলে প্রথমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জমাট বাঁধে এবং আস্তে আস্তে শক্ত হয়ে পাথরের মতো কঠিন হয়। ৫.২ সিমেন্টের উপাদান সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টে নিম্নলিখিত উপাদানগুলো থাকে-
ক্রমিক নং | উপাদান | শতকরা পরিমাণ |
১ | চুন | ৬৩% |
২ | সিলিকা | ২২% |
৩ | এলুমিনা | ৭% |
৪ | আয়রন অক্সাইড | ৩% |
৫ | ম্যাগনেসিয়া | ২% |
৬ | সালফার ট্রাই অক্সাইড | ২% |
৭ | ক্ষারকীয় পদার্থ (এলকালিস) | ১% |
মন্তব্য সমুহ