নির্মাণকাজের টুলস
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 104391
নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হ্যান্ড টুলস এবং ইকুইপমেন্ট সম্বন্ধে ধারণা খুবই গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ে গাঁথুনি, প্লাস্টার, কাঠের কাজ এবং ঢালাই কাজে ব্যবহৃত প্রচলিত সাধারণ হ্যান্ড টুলস ও ইকুইপমেন্ট সম্পর্কে আলোচনা করা হলো। টুলসের প্রকারভেদ পরিচালনার কৌশল অনুযায়ী টুলস দু’প্রকার। যথা-
- হস্তচালিত যন্ত্র (Hand Tools)
- শক্তিচালিত যন্ত্র (Power Tools)
- রাজমিস্ত্রির কাজে।
- কাঠমিস্ত্রির কাজে।
- রডমিস্ত্রির কাজে।
- রংমিস্ত্রির কাজে।
- কর্ণিক (Trowel) : কংক্রিট, প্লাস্টার, গাঁথুনী, নিট সিমেন্ট ফিনিশিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
- বল পিন হ্যামার (Ball Peen Hammer) : ইট ভাঁঙ্গা, পেরেক লাগানো, আঘাত করা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
- বাশুলি (Brick Hammer) : ক্লোজার ইট তৈরি, দেওয়াল বা ঢালাই পৃষ্ঠ চিপিং করা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
- উষা (Float) : কুর্ণি দিয়ে মসলা প্রয়োগ করার পর উষা দিয়ে সমান করা হয়।
- ওলন (Plumb Bob) : উলম্বতা পরীক্ষা করার কাজে ব্যবহার করা হয়।
- স্পিরিট লেভেল (Spirit Level) : পৃষ্ঠতলের সমতলতা পরীক্ষার কাজে ব্যবহার করা হয়।
- গুনিয়া (Mason Square) : সমকোন মাপার কাজে ব্যবহার করা হয়।
- মেজারিং টেপ (Measuring Tape) : এটা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয়।
- কোল্ড চিজেল (Cold Chisel) : ইটের দেওয়ালে বা ঢালাইয়ে গর্ত করা, দেওয়ালের জয়েন্টের মসলা কাটা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
- কোদাল (Spade) : মাটি কাটা, বালি সরানো, মসলা মাখানো ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
- বেলচা (Shovel) : এটা দ্বারা বালি, খোয়া, মসলা, কংক্রিট ইত্যাদি কড়াই এ উঠানো হয়।
- কড়াই (Mason Pan) : মসলা বা কংক্রিট বহন করার কাজে ব্যবহার করা হয়।
- পাট্টা (Straight edge) : দেওয়ালের উপর মসলা প্রয়োগ করার পর এটা দিয়ে প্রাথমিকভাবে সমান করা হয়।
- বল পিন হ্যামার (Ball Peen Hammer) : আঘাত করার কাজে ব্যবহৃত হয়।
- ক্ল হ্যামার (Claw Hammer) : আঘাত করা এবং পেরেক তোলার কাজে ব্যবহৃত হয়।
- ক্রস পিন হ্যামার (Cross Peen Hammer) : আঘাত করা এবং কেবিনেটের কাজে ব্যবহৃত হয়।
- হ্যান্ড স (Hand Saw) : যেকোন কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
- ক্রস কাট স (Crosscut Saw) : অাঁশের আড়াআড়ি কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
- টেনন স (Tenon Saw) : টেনন জোড়ার টেনন অংশ কাটার কাজে ব্যবহৃত হয়।
- ডাভটেল স (Dovetail Saw) : হালকা কাজ এবং জয়েন্টের কাঠ নিখুঁতভাবে কাটার কাজে ব্যবহৃত হয়। ডাভটেল জোড়া তৈরীর জন্য বিশেষ উপযোগী।
- জ্যাক প্লেনার (Jack Planer) : চেরাইকৃত কাঠের অমসৃন পৃষ্ঠতলকে মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- স্মুথ প্লেনার (Smooth Planer) : মসৃনকৃত পৃষ্ঠতলকে অধিকতর মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- র্যাবিট প্লেনার (Rabbet Planer) : কাঠের অাঁশের অনুকুরে র্যাবিট কাটা এবং ফিনিশিং করার কাজে ব্যবহৃত হয়।
- স্পোক সেভ প্লেনার (Spoke Shave Planer) : কাঠের বক্রতল মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- ফ্লাট ফাইল (Flat File) : কাঠের সমতল বা উত্তল পৃষ্ঠতল মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- রাউন্ড ফাইল (Round File) : ছোট গোলাকার ছিদ্র বড় করার কাজে ব্যবহৃত হয়।
- হাফ রাউন্ড ফাইল (Half Round File) : বক্রতল মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- স্কয়ার ফাইল (Square File) : চারকোণা ছিদ্র মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- ট্রাইঅ্যাংগুলার ফাইল (Triangular File) : করাত ধার দিতে ব্যবহৃত হয়।
- ফারমার চিজেল (Firmer Chisel) : কাঠের জোড়ায় বা সংকীর্ণ জায়গায় কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
- বেভেল্ড চিজেল (Bevelled Edge Chisel) : কাঠের জোড়ার কোণা পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়।
- মর্টিস চিজেল (Mortise Chisel) : মর্টিস জোড়া তৈরীর কাজে ব্যবহৃত হয়।
- গাউজেস চিজেল (Gouges Chisel) : টার্নিং এর কাজে এবং কাঠের গোলই কাটার কাজে ব্যবহৃত হয়।