নির্মান কাজের ইকুইপমেন্ট
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 103280

নির্মাণকাজে ব্যবহৃত ইকুইপমেন্ট ক) রাজমিস্ত্রি কর্তৃক ব্যবহৃত ইকুইপমেন্ট ঢালাই, ইটের গাঁথুনি বা প্লাস্টারের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইকুইপমেন্টের তালিকা-
- কংক্রিট মিক্সার মেশিন (Concrete Mixture Machine) : কংক্রিটের উপাদানগুলোর সমসত্ব মিশ্রণ তৈরী করার কাজে ব্যবহৃত হয়।
- ভাইব্রেটর মেশিন (Vibrator Machine) : ফর্মায় স্থাপনের পর কংক্রিট দৃঢ়করণের কাজে ব্যবহৃত হয়।
- কংক্রিট পাম্প মেশিন (Concrete Pump Machine) : উঁচু বা দুর্গম স্থানে কংক্রিট স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়।
- পোর্টেবল পাওয়ার স (Portable Power Saw) : আড়াআড়ি বা লম্বালম্বি অাঁশ বরাবর কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
- পোর্টেবল পাওয়ার রাউটার (Portable Power Router) : কাঠে কার্ভিং, চেম্ফারিং, ডাভটেলিং ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
- পোর্টেবল পাওয়ার প্লেনার (Portable Power Planer) : কাঠের আড়াআড়ি বা লম্বালম্বি অাঁশ বরাবর মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- পোর্টেবল পাওয়ার ড্রিল (Portable Power Drill) : কাঠ বা লোহায় ছিদ্র করার কাজে ব্যবহৃত হয়।

ক্রমিক নং | হ্যান্ড টুলস | ইকুইপমেন্ট |
১ | এটি একটি ছোট যন্ত্র এবং হাতে ধরে কাজ করা হয়। | এটি একটি বড় যন্ত্র যা বিদ্যুৎ বা অন্যান্য শক্তি দ্বারা পরিচালিত হয়। |
২ | এটি একটিমাত্র আইটেম যা একটি কাজের জন্য ব্যবহার করা হয়। | এক সেট টুলসের সমন্বয়ে ইকুইপমেন্ট গঠিত এবং একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত। |
৩ | এতে যান্ত্রিক ছোঁয়া থাকে না অর্থাৎ এটি Non-Mechanical | এতে যান্ত্রিক ছোঁয়া থাকে অর্থাৎ এটি Mechanical |
৪ | করাত, হাতুড়ি, ড্রিল, কুর্ণি, বাটাল, কোল্ড চিজেল, প্লেনার, রেত, প্লায়ার ইত্যাদি হলো হ্যান্ড টুলস। | বুলডোজার, ট্রাক লোডার, স্ক্রাপার, মিক্সার মেশিন, বেন্ড স, ভাইব্রেটর মেশিন ইত্যাদি হলো ইকুইপমেন্ট। |

