NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

হ্যামার (Hammer)

Md. Ashraful Haque, 17-Feb-2012
ভিউ : 114916

নির্মাণকাজে ব্যবহৃত হ্যামার হাতুড়িকে ইংরেজিতে হ্যামার বলা হয়। কোনো শক্ত বস্তুর উপর আঘাত করতে হ্যামার ব্যবহৃত হয়। সাধারণত ০.৬% কার্বন স্টিল দিয়ে হ্যামার তৈরি। এটি যথাক্রমে মুখ (face), মাথা (head) এবং আই (eye) ও হাতল (handle) নিয়ে গঠিত। হ্যামার বিভিন্ন ওজনের ও আকৃতির হয়ে থাকে। নির্মাণকাজে সাধারণত কাঠের কাজে, সাটারিং কাজে ও স্ক্যাফোল্ডিং এবং দেয়ালে পেরেক ঢুকাতে হ্যামার বেশি ব্যবহৃত হয়। চিত্র ১.১ : নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার হ্যামারের উদাহরণ। হ্যামারের বিভিন্ন অংশ

  1. গ্রিপ, হাতল (Grip, Handle)
  2. হাতল, শ্যাফট (Handle, Shaft)
  3. হ্যামারহেড, মাথা (Hammerhead)
  4. পিন (Peen, Pane)
  5. চিক (Cheek)
  6. নেক (Neck)
  7. বেল (Bell)
  8. স্ট্রাইকিং ফেস, ফেস (Striking Face)
  9. আই (Eye)