এই হ্যামারে পিন হাতলের সাথে সমকোণে থাকে বলে একে ক্রস পিন হাতুড়ি বলে। এর ওজন ০.২৫ থেকে ০.৯ কেজি হয়ে থাকে। এটি কাস্ট স্টিলের তৈরি। এর প্রধান অংশগুলো হলো -

চিত্র ১.৩ : ক্রস পিন হ্যামার
ফেস: হাতুড়ির মাথার দিকে যে অংশ দিয়ে আঘাত করা হয়।
পিন: এটি ফেসের বিপরীত দিকে থাকে।
আই: হাতুড়ির মাথার মাঝখানে যে ডিম্বাকৃতির একটি ছিদ্র থাকে তাকে আই বলে। এতে হাতল আটকানো থাকে।
ব্যবহার:
- অপেক্ষাকৃত ছোট পেরেক বসানো যায়।
- পিন দ্বারা পাতলা কাঠের টুকরা এবং ভিনিয়ার বসানো যায়।
- ক্যাবিনেট তৈরির কাজে বেশি উপযোগী।
- রিভিটের মাথা উঠাতে বাটালের মতো ব্যবহৃত হয়।
- ধাতু বাঁকা বা পাতলা করতে ব্যবহার করা হয়।