ক্ল বা থাবা হ্যামার
Md. Ashraful Haque, 17-Feb-2012
ভিউ : 48123

এই হাতুড়ির পিন পাখির থাবার মতো বাঁকানো। তাই একে ক্ল হ্যামার বলে। সাধারণত এর ওজন বা সাইজ ০.৩ কেজি থেকে ০.৭ কেজি হয়ে থাকে।
- বেঁকে যাওয়া পেরেক তুলতে এবং পেরেক ঢুকাতে ব্যবহার করা হয়।
- কাঠের বাটালির উপর হালকা আঘাত দিতে ব্যবহৃত হয়।
- ফেস দ্বারা স্বাভাবিক কাজকর্ম করা যায়।