এদের মাথা এবং পিন দুই দিকেই ভোঁতা থাকে। প্রয়োজনে দুই দিক ব্যবহার করা যায়। তবে বল পিন হাতুড়ি অনেকটা ক্রস পিন হাতুড়ির অনুরূপ। তবে পার্থক্য হলো ক্রস পিনের পরিবর্তে এর স্থলে একটি গোলাকার বল থাকে।

চিত্র : নির্মাণকাজে ব্যবহৃত ডেড এন্ড হ্যামার
ব্যবহার:
- আঘাত করার ক্ষমতা বেশি।
- হ্যান্ডেলে গ্রিপ জড়ান থাকে ফলে ধরতে সুবিধা।
- ভাঙা মাথা এবং আলাদা হ্যান্ডেল দূর করতে ব্যবহৃত হয়।
- কাঠে পেরেক ঢুকাতে ব্যবহার করা হয়।