রিভিটিং হ্যামার

Md. Ashraful Haque, 17-Feb-2012
ভিউ : 143460

এ হাতুড়ির মুখ বর্গাকার ও সামান্য উত্তল হয়ে থাকে পিন পার্শ্ব দুই দিক থেকে এমনভাবে ঢাল করা হয় যে শেষ প্রান্ত সুচালো ও প্রায় গোলাকার আকার ধারণ করে।

চিত্র  : রিভিটিং হ্যামার ব্যবহার:
  • রিভিট লাগানোর কাজে ব্যবহৃত হয়।
  • রিভিটের মাথা তৈরিতেও ব্যবহৃত হয়।
  • বাটালির মতো অংশ রিভিট তোলার কাজেও ব্যবহৃত হয়।
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর