NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

ম্যালেট (Mallet)

Md. Ashraful Haque, 17-Feb-2012
ভিউ : 60914

কাঠের বা প্লাস্টিকের হাতুড়িকে ম্যালেট বলে। এটি এক প্রকার নরম হাতুড়ি। রাবারের তৈরি ম্যালেটও পাওয়া যায়। কোনো বস্তর উপর যদি ধাতু নির্মিত হাতুড়ি দ্বারা আঘাত করলে দাগ পড়ার সম্ভাবনা থাকে তাহলে ম্যালেট ব্যবহার করা হয়। মোজাইক করার সময় টাইলকে শক্ত বেডে প্রবিষ্ট করানো এবং একের সাথে অপরের ফাঁক কমিয়ে আনার জন্য মৃদু আঘাত করতে হয় বলে এক্ষেত্রে ম্যালেট ব্যবহার করা হয়। ১. কারপেন্টার ম্যালেট

চিত্র  : কারপেন্টার ম্যালেট ব্যবহার: ২. রহাইড ম্যালেট

চিত্র  : রহাইড ম্যালেট ব্যবহার: ৩. রাবার ম্যালেট

চিত্র  : রাবার ম্যালেট ব্যবহার: ৪. টিনার ম্যালেট

চিত্র  : টিনার ম্যালেট ব্যবহার: