চিজেল (chisel)
Md. Ashraful Haque, 17-Mar-2012
ভিউ : 92591
চিজেল নির্মাণকাজে বিভিন্ন বস্তু কাটার জন্য ব্যবহৃত হয়। চিজেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা:- ক. হট চিজেল (Hot Chisel) খ. কোল্ড চিজেল (Cold Chisel) হট চিজেল কামারশালায় ব্যবহার করা হয়। কোন্ড চিজেল দিয়ে ঠান্ডা বস্তুতে কাজ করা যায়। সেজন্য লোহার রড ইত্যাদি কাটতে ব্যবহার করা হয়। নিচে একটি চিজেলের বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো। ক. মাথা (Head) : যে প্রান্তে হ্যামার দিয়ে আঘাত করা হয় তাই চিজেলের হেড। খ. কাটিং এজ (Cutting Edge) : চিজেলের যে অংশ দিয়ে কাটা হয় তাই কাটিং এজ। গ. স্যাঙ্ক (Shank) : হেড এবং কাটিং এজ বাদ দিয়ে বাকি অংশটুকুই হচ্ছে স্যাঙ্ক। এ অংশ হাতের মধ্যে ধরে রেখে কাজ করা হয়।
চিত্র : চিজেলের বিভিন্ন অংশ নির্মাণকাজে কাঠ কাটার জন্য যে সমস্ত চিজেল ব্যবহার করা হয় সেগুলির মাথায় কাঠের হ্যান্ডেল বা হাতল লাগানো থাকে। বিভিন্ন প্রকার চিজেলের বর্ণনা দেওয়া হলোঃ ক. সোজা বাটাল (Firmer Chisel, Bench, Straight Chisel) : কাঠে জোড়ার আলকাটা বা সকল প্রকার কাজে সোজা বাটাল ব্যবহৃত হয়। এটা ফলক স্টিল দিয়ে তৈরি। ফলকের দৈর্ঘ্য সাধারণত ১২.৫ থেকে ১৫ সে.মি পর্যন্ত। বাটালের সাইজ ফলকের চওড়া বা প্রস্থের মাপ দ্বারা প্রকাশ করা হয়। বাজারে ৩ মি.মি হতে ৫০ মি. মি পর্যন্ত বাটাল পাওয়া যায়। চিত্র : ফারমার বা স্ট্রেইট চিজেল খ. ঢাল বাটাল (Bevel Edge Chisel): এটি দেখতে অনেকটা সোজা বাটালের ন্যায়। তবে এর প্রান্ত ঢালু বলে একে ঢাল বাটাল বলে। ধারগুলো পাতলা হয় এবং ওজনে সোজা বাটাল অপেক্ষা হালকা। জোড়ের কোণা কাটতে এ ধরনের বাটাল ব্যবহার করা হয়, যা সোজা বাটাল দিয়ে সম্ভব হয় না। চিত্র : বিভেল এজ বা ঢাল চিজেল গ. বিন্দ বাটাল: কাঠে গর্ত করতে বা জোড় তৈরির সময় বিন্দ কাটতে এ বাটাল ব্যবহার করা হয়। অন্যান্য বাটাল অপেক্ষা বিন্দ বাটালের ফলক অধিক লম্বা, শক্ত ও পুরু। ধারালো প্রান্ত হতে হাতলের দিক ক্রমশ মোটা থাকে। কাঠের হ্যামার দ্বারা জোরে আঘাত করলেও ভেঙে যায় না। চিত্র : বিন্দ বা মরটিজ চিজেল ঘ. নকশা বাটাল (Mortise Chisel) : কোনো কিছুতে বিশেষত আসবাবপত্রে নকশা করতে এ বাটাল ব্যবহৃত হয়। কাজের সময় দেখার সুবিধার্থে এ বাটালের গোড়ার দিকে বাঁকা থাকে। ফলকটিকে গোল করে ধার দেওয়া হয়। হাতল এবং তৎসংলগ্ন বাঁকা অংশ বাদ দিয়ে শুধু ফলকের দৈর্ঘ্য দিয়ে এ বাটালের দৈর্ঘ্য নির্ধারিত হয়। চিত্র : নকশা বা কর্ভিং চিজেল ঙ. অর্ধ গোল বাটাল (Half Round Chisel, Turning Chisels) : যে গোল বাটালের ঢাল বাইরের দিকে তাকে বহির্মুখী গোল বাটাল এবং যার ঢাল ভিতরের দিকে তাকে অন্তমুর্খী গোল বাটাল বলে। কাঠ খুদে গর্ত করতে এ বাটাল ব্যবহৃত হয়। তবে বহির্মুখী বাটালের তুলনায় অন্তর্মুখী বাটাল দিয়ে মসৃণ করে কাঠ কাটা যায়। এদের সাধারণ নাম টারনিং চিজেল। চিত্র : অর্ধ গোল বাটাল চ. স্টোন চিজেল, কোল্ড চিজেল, হ্যামার হেডেড চিজেল (Stone Chisels, Cold Chisels, Hammer Headed Chisels) : চিত্র : স্টোন চিজেল, কোল্ড চিজেল, হ্যামার হেডেড চিজেল