হ্যাক 'স'
Md. Ashraful Haque, 17-Mar-2012
ভিউ : 111320
এতে খুবই পাতলা ও চিকন ব্লেড একটি ফ্রেমের মধ্যে আটকানো থাকে। এটি দুই ধরনের হয়ে থাকে। ক. এডজাস্টেবল ফ্রেম (Adjustable Frame) খ. সলিড ফ্রেম (Solid Frame) হ্যাক 'স' ব্লেড সাধারণত টাংস্টেন স্টিল বা হাইস্পিড স্টিল দিয়ে তৈরি করা হয়। ধাতুনির্মিত বস্তুকে এর সাহায্যে কাটা যায়।
চিত্র : হ্যাক 'স'মন্তব্য সমুহ