ট্যাপ টুল (Tap Tool) :
Md. Ashraful Haque, 17-Mar-2012
ভিউ : 120134
কোন পাইপ বা গোলাকৃতির ছিদ্রের ভিতরে থ্রেড বা প্যাঁচ কাটার জন্য এটি ব্যবহৃত হয়। এটি হাই কার্বন বা হাইস্পিড স্টিল দিয়ে তৈরি করা হয়। এর প্রধান দুটি অংশ, স্যাঙ্ক ও কাটিং এজ। এটির স্যাঙ্ক অংশ গোলাকার ও রেঞ্জ দিয়ে ধরার জন্য মাথার অংশ চারকোণা। কাটিং এজে বা প্রান্তে আদর্শ থ্রেড কাটা থাকে। কাজের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার ট্যাপ ব্যবহার করা যায়। ট্যাপকে ছিদ্রের ভিতর ঘুরিয়ে থ্রেড কাটার জন্য ট্যাপ রেঞ্জও ব্যবহার করা হয়। কাজ করার জন্য একত্রে তিনটি ট্যাপের প্রয়োজন হয়। এই তিনটি ট্যাপকে একত্রে ট্যাপ সেট বলা হয়। একে প্রধানত দুই শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা- ক. প্যারালাল শ্রেণির ট্যাপ সেট। খ. টেপার শ্রেণির ট্যাপ সেট। সমান মাপের গোল হোল করার জন্য প্যারালাল শ্রেণির ট্যাপ প্রয়োজন। অন্যদিকে স্ক্রু থ্রেড করা হোল ক্রমশ সরু হলে টেপার শ্রেণির ট্যাপ ব্যবহার করতে হবে।
চিত্র : বিভিন্ন প্রকার ট্যাপ।