NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা

Md. Ashraful Haque, 18-Mar-2012
ভিউ : 41026

সাধারণ নিরাপত্তা বিধি দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য টুলস, যন্ত্রপাতি, মেশিন ইত্যাদিকে সন্তোষজনকভাবে ব্যবহার করার জন্য যে সকল নিয়ম-কানুন পালন করতে হয় তাকে নিরাপত্তা বিধি বলে। নিরাপত্তা বিধি প্রত্যেক যন্ত্রপাতি বা মেশিনের ক্ষেত্রে, বিভিন্ন সময় এবং বিভিন্ন মানুষের জন্য আলাদা ধরনের হয়ে থাকে। কিন্তু কতকগুলো বিধি সাধারণভাবে সব বিষয়ের ক্ষেত্রেই একই রকম। সেগুলোকে সাধারণ নিরাপত্তা (General Safety Rules) বিধি বলে। যেমন -

  1. প্রত্যেক কর্মীকে ব্যবহারের পূর্বে মেশিনের বা যন্ত্রপাতির গঠন ও কার্যাবলি সম্বন্ধে জ্ঞান অর্জন করা।
  2. যন্ত্রপাতি বা টুলসকে নিরাপদ দূরত্বে রেখে চালনা করা।
  3. চলন্ত অবস্থায় মেশিনের কোনো অংশকে স্পর্শ না করা।
  4. যখনই কোনো ব্যতিক্রমধর্মী শব্দ শোনা যাবে তখনই মেশিন বন্ধ করা।
  5. মনোযোগী হয়ে কাজ করা।
  6. কাজের উপযোগী সঠিক পোশাক পরিধান করা।
  7. প্রত্যেক মেশিনের বিপদজ্জনক ঝুঁকিপূর্ণ চলন্ত অংশের জন্য সেফটি গার্ড এর ব্যবস্থা করা।
যে কোনো রকম দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত। এর থেকে পরিত্রাণের জন্য সব ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। হ্যামার ব্যবহারে সাবধানতা

চিত্র : হ্যামার ব্যবহারের কৌশল বিভিন্ন প্রকার স’ এর ব্যবহারে প্রয়োজনীয় সাবধানতা হ্যান্ড ড্রিল ব্যবহারে নিরাপত্তা পাওয়ার হ্যান্ড ড্রিল ব্যবহারে নিরাপত্তা মেজারিং টেপসমূহ ব্যবহারের সময় সাবধানতা বিভিন্ন প্রকার কাটিং টুলস ব্যবহারে সাবধানতা কংক্রিটের মিক্সচার মেশিন ব্যবহারের নিরাপত্তা ভাইব্রেটর ব্যবহারে নিরাপত্তা বিভিন্ন প্রকার স্পিরিট লেভেল ব্যবহারে সর্তকতা ট্রাইস্কয়ার ব্যবহার করার সতর্কতা ফ্লোটিং মেশিন ব্যবহার সাবধানতা