NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

ইমারতের লে-আউট দেওয়া

Md. Ashraful Haque 18 Sep, 2012 ভিউ : 118449
ইমারতের লে-আউট দেওয়া
উদ্দেশ্য : যে কোনো ইমারতের লে-আউট দেওয়ার কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:
  1. মেজারিং টেপ
  2. কোদাল
  3. ওলন
  4. মাটাম
  5. হাতুড়ি
  6. কাঠের খুঁটি
  7. সুতলি
  8. পেরেক
  9. চুন
  10. দালানের নকশা
কাজের ধারাবাহিক ধাপসমূহ:
  1. সর্বপ্রথম লে-আউটের ড্রইংকে ভালো করে পর্যবেক্ষণ করে মাপ অনুযায়ী সীমানা চিহ্নিত করতে হবে।
  2. সীমানা থেকে প্রধান দেয়াল বা লম্বা দেয়ালের দূরত্ব নিরূপণ করে এর কেন্দ্ররেখা নির্ণয় করতে হয়।
  3. তারপর ভূমিতে দেয়ালের কেন্দ্ররেখা স্থাপন করে এর দুই প্রান্তে দুটি কাঠের খুঁটি স্থাপন করতে হবে। এগুলোকে ১৫ সে. মি. থেকে ৩০ সে.মি. মাটির উপর রেখে স্থাপন করতে হবে এবং দুটোর মাথায় হাতুড়ি দিয়ে পেরেক ঠুকে বসিয়ে দিতে হবে।
  4. পেরেক দুটোর সাথে সুতলি টান টান করে বাঁধতে হবে। সুতা বরাবর জমিতে চুন দ্বারা সোজা দাগ দিতে হবে। এই চুনের দাগই হবে কেন্দ্ররেখা যা পরবর্তীতে অন্য দেয়ালগুলোর কেন্দ্ররেখা স্থাপনের রেফারেন্স হিসেবে কাজ করবে। (চিত্র অনুযায়ী)
  5. তারপর এই রেফারেন্স রেখা থেকে অন্য দেয়ালের কেন্দ্ররেখা সমকোণ সৃষ্টি করে স্থান করতে হবে। ৩: ৪ : ৫ পদ্ধতিতে বা মাটাম বা থিওডেলাইট দিয়ে সমকোণ করা যায়।
  6. প্রত্যেকটি দেয়ালের মধ্যরেখা স্থাপিত হলে ফাউন্ডেশনের প্রশস্ততা অনুযায়ী ঐ কেন্দ্ররেখার দুই পাশে চুন বা কোদাল দিয়ে কেটে দাগ দিতে হবে। পরবর্তীতে এ প্রস্থে মাটি কেটে দালানের বুনিয়াদ তৈরি করতে হবে।
  7. লে-আউট দেওয়া কাজের শুদ্ধতা যাচাই করতে সম্পূর্ণ জায়গার দুটি কর্ন বরাবর মাপ যাচাই করতে হবে। যদি সমান হয় তাহলে বুঝতে হবে লে-আউট সঠিক হয়েছে।
সতর্কতা:
  1. প্রত্যেকটি মাপ সঠিকভাবে নিতে হবে।
  2. মাপজনিত ভুলভ্রান্তি এড়াতে স্টিল টেপ ব্যবহার করা সর্বোত্তম।
  3. কাজ শেষে যন্ত্রপাতি পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে।
মন্তব্যসমূহ
  • Guest 10 years ago
    ভালো লাগলো
লগইন করুন মন্তব্য করার জন্য