ভিত্তিতে ইটের দেয়াল নির্মাণ কৌশল
Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 23905

উদ্দেশ্য: ইটের দেয়াল নির্মাণ কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: যন্ত্রপাতি:
- কর্নি
- ওলন
- মাটাম
- স্পিরিট লেভেল
- বালতি
- মগ
- বালি চালুনি
- বাসুলি
- ইট
- বালি
- সিমেন্ট
- পানি
- সুতা
- ওয়ার্কিং ড্রইং ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। দেয়ালটি কোন বন্ডে তৈরি করতে হবে তা দেখে নিতে হবে।
- প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে।
- স্ট্রেচার সামনের দিকে রেখে দেয়ালের দৈর্ঘ্য বরাবর দুই প্রান্তে দুটো করে ইট পাশাপাশি বসাতে হবে। সোজা রাখার জন্য দুই প্রান্তের সামনের দুটো ইটের উপর অন্য দুটি ইট বসিয়ে সুতা বাঁধতে হবে। সুতাটি দেয়ালের বাইরের দিকে থাকবে।
- নির্ধারিত অনুপাত অনুযায়ী (১ : ৬) মসলা তৈরি করতে হবে।
- প্রয়োজনীয় ক্লোজার ইট তৈরি করতে হবে।
- মসলার উপর যথাযথ বন্ড অনুসারে প্রথম স্তর ইট স্থাপন করতে হবে যেন প্রতিটি জোড় ১২ মি.মি. হয়।
- জোড়গুলো মসলা দিয়ে উত্তম রূপে পূর্ণ করে দিয়ে প্রথম স্তর ইটের উপর ৬ মি.মি পুরু মসলার স্তর বিছাতে হবে।
- সুতার সাহায্যে আনুভূমিক লাইন এবং ওলনের সাহায্যে খাড়া লাইন ঠিক রেখে পরবর্তী স্তরের ইটগুলো স্থাপন করতে হবে।
- প্রয়োজন অনুযায়ী স্ক্যাফোল্ডিং তৈরি করে গাঁথুনির কাজ সম্পাদন করতে হবে।
- স্পিরিট লেভেলের সাহায্যে সমউচ্চতা পরীক্ষা করে দেখতে হবে।
- ব্যবহারের পূর্বে ইটগুলোকে পর্যাপ্তরূপে ভিজিয়ে রাখতে হবে।
- কাজ শেষে যন্ত্রপাতি পরিষ্কার করতে হবে।