ইটের পিলার নির্মাণ কৌশল

Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 69839

উদ্দেশ্য: ইটের পিলার নির্মাণ কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: যন্ত্রপাতি:

  1. কর্নি
  2. ওলন
  3. মাটাম
  4. স্পিরিট লেভেল
  5. কড়াই
  6. বালতি
  7. মগ
  8. বালি চালুনি
  9. বাসুলি
মালামাল:
  1. ইট
  2. বালি
  3. সিমেন্ট
  4. পানি
২৫ সে.মি. X ২৫ সে.মি. ইটের পিলার নির্মাণ:
  1. প্রথমে নিচ্ছিদ্র প্লাটফরমের উপর ১ : ৬ অনুপাতে সিমেন্ট মসলা তৈরি করতে হবে।
  2. পিলার তৈরির স্থানটি পরিষ্কার ও সমতল করতে হবে।
  3. ১ম স্তরে দুটি ইট হেডার মাপে পাশাপাশি বসাতে হবে।
  4. ২য় স্তরে দুটি ইট ১ম স্তরের বিপরীত অর্থাৎ স্ট্রেচার মাপে পাশাপাশি বসাতে হবে।
  5. এভাবে প্রথম স্তরের অনুরূপ বেজোড় স্তরগুলো এবং দ্বিতীয় স্তরের অনুরূপ জোড় স্তরগুলো বসাতে হবে।

ফুটিংসহ ইটের পিলার নির্মাণ:
  1. ড্রইং-এর মাপ অনুযায়ী ভিত্তির পরিখা খনন করতে হবে। (দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা)
  2. পরিখার তলায় মাটিকে দৃঢ়বদ্ধ করার পর ১ : ২ : ৪ অনুপাতে প্রয়োজনীয় অনুপাতে কংক্রিট ঢালাই করতে হবে।
  3. ৪র্থ ফুটিং-এ সামনে ও পিছনে ৭টি করে হেডার ইট এবং দুই পাশে তিনটি করে স্ট্রেচার ইট এবং মাঝখানে একটি ১/৪ ইটের চারদিকে চারটি স্ট্রেচার ইট বসাতে হবে। (চিত্র অনুযায়ী)
  4. ৩য় ফুটিং-এ সামনে ও পিছনের খুঁটি স্ট্রেচার ও দুটি হেডার এবং দুই পাশে চারটি করে স্ট্রেচার ও মাঝে দুইটি স্ট্রেচার ইট বসাতে হবে।
  5. ২য় ফুটিং-এ সামনের পিছনে ৫টি হেডার ইট ও মাঝে একটি ইটের দুই পাশে দুইটি স্ট্রেচার ইট বসাতে হবে।
  6. ১ম ফুটিং-এ সামনের দিকে দুটি স্ট্রেচার বসায়ে তদ্রূপ আরও ৪টি (৪x২ = ৮টি ইট) সারি ইট বসাতে হবে।
  7. মূল পিলারের ১ম স্তরে একদিকে একটি স্ট্রেচার ও একটি হেডার, মাঝে হেডার ও স্ট্রেচার এবং পিছনে স্ট্রেচার ও হেডার ইট বসাতে হবে।
  8. দ্বিতীয় স্তর হবে এর বিপরীতে। এভাবে প্রয়োজনীয় উচ্চতায় ইট বসাতে হবে।

সাবধানতা:
  1. প্রতিটি স্তরে ইটের তলদেশে ৬ মিমি পুরু মসলা ব্যবহার করতে হবে এবং দুই ইটের জোড়ে কর্নি দ্বারা মসলা প্রবেশ করাতে হবে।
  2. ইট বিছানোর সময় কর্নি দ্বারা মৃদু আঘাত করে এদের সঠিকভাবে সন্নিবেশ করতে হবে।
  3. স্পিরিট লেভেল ও ওলন দ্বারা খাড়া ও আনুভূমিক স্তরগুলোর তল পরীক্ষা করে এবং প্রয়োজনীয় উচ্চতায় ইট গাঁথতে হবে।
  4. মসলার সঠিক পরিমাণে পানি প্রয়োগ করে তারল্য ঠিক রাখতে হবে।
  5. ব্যবহারের পূর্বে ইটগুলোকে পরিষ্কার করতে হবে।
  6. ব্যবহারের পূর্বে তিন ঘণ্টা ইটকে ভিজাতে হবে।
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর