খিলান বা আর্চ নির্মাণ কৌশল

Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 76850

উদ্দেশ্য: খিলান বা আর্চ নির্মাণ কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: যন্ত্রপাতি:

  1. কর্নি
  2. কড়াই
  3. বালতি
  4. মগ
  5. বাসুলি
  6. হ্যামার
  7. করাত
মালামাল:
  1. ইট
  2. বালি
  3. সিমেন্ট
  4. পানি
  5. সুতালি
  6. কাঠ
  7. বাঁশ
  8. পেরেক

কাজের ধারাবাহিক ধাপসমূহ:
  1. উপরে উল্লিখিত সমস্ত যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হবে।
  2. গাঁথুনির কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় সংখ্যক ইট ভিজিয়ে নিতে হবে।
  3. ওয়ার্কিং ড্রইং পর্যবেক্ষণ করতে হবে। আর্চ স্থাপনের জন্য কাঠের বা স্টিলের সেন্টারিং ও সাটারিং সঠিকভাবে স্থাপন করতে হবে।
  4. মসলা বিছিয়ে উভয় দিকের দেয়ালের উপর দুটি স্কিউব্যাক স্থাপন করতে হবে।
  5. উভয় স্কিউব্যাক থেকে কেন্দ্রের দিকে আর্চের ইট সাজাতে হবে এবং কেন্দ্রে ক্রাউন বা কিংস্টোন বসাতে হবে।
  6. সবশেষে জোড়াগুলো মসলা দ্বারা করে দিতে হবে।
সাবধানতা:
  1. সেন্টারিং ঠিকমতো বসাতে হবে।
  2. যথোপযুক্ত যন্ত্রপাতি দ্বারা কাজের শুদ্ধতা যাচাই করতে হবে।
  3. কিউরিং করতে হবে।
  4. কাজ শেষে যন্ত্রপাতিগুলো গুছিয়ে রাখতে হবে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর