NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

ফর্মওয়ার্ক তৈরির কৌশল

Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 143069

উদ্দেশ্য: ফর্মওয়ার্ক তৈরির কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: যন্ত্রপাতি:   

  1. হাত করাত
  2. ক্ল হ্যামার
  3. প্লেনার
  4. মাটাম
  5. স্টিল টেপ
মালামাল:
  1. কাঠ
  2. তাঁরকাটা
  3. বাঁশ
  4. জি. আই. সিট

কাজের ধারাবাহিক ধাপসমূহ:
  1. কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হবে।
  2. ওয়ার্কিং ড্রইং পর্যবেক্ষণ করতে হবে। ড্রইং-এ কলাম বা বিমের চওড়া ও গভীরতা অনুযায়ী তক্তাগুলোকে কেটে প্লেনারের সাহায্যে তক্তার পাশ সমান করে নিতে হবে।
  3. কাটা তক্তাগুলো পেরেক দ্বারা জোড়া দিতে হবে এবং জোড়া স্থানকে জি. আই. শিট দ্বারা ঢেকে নিচ্ছিদ্র করতে হবে যেন কংক্রিটের পানি বের না হয়ে যায়।
  4. ফর্ম ওয়ার্ক তৈরির পর নির্দিষ্ট উচ্চতায় একে স্থাপন করতে হবে। এক্ষেত্রে বাঁশের বা কাঠের খুঁটি তৈরি করে খুঁটির উপর ফর্ম ওয়ার্ক (বিমের ক্ষেত্রে) স্থাপন করতে হবে।
  5. দেয়াল ভেজা অবস্থায়ই কাজ শুরু করতে হবে। যেমন- প্রায় ৯ বর্গমিটার কাজের জন্য ১.৫ কিলোগ্রাম সিমেন্ট এই হারে তোমার কাজ অনুযায়ী সিমেন্ট নিয়ে বড় ড্রামে প্রয়োজনমতো পানি দিয়ে সিমেন্ট ওয়াশ তৈরি করে পাটের ব্রাশ দ্বারা প্রলেপ দিতে হবে।
  6. ফর্ম ওয়ার্ক স্থাপনের যথার্থতা পরীক্ষা করে দেখতে হবে। এক্ষেত্রে দক্ষ লোকের প্রয়োজন হবে।
সাবধানতা:
  1. কোনো পেরেক যেন বিম বা কলামের ভেতরের দিকে না থাকে। এতে ফর্মওয়ার্ক খুলতে কংক্রিটের ক্ষতির সম্ভাবনা থাকে।
  2. ড্রইং-এ দেখানো ক্লিয়ার কাভার রেখে ফর্ম ওয়ার্ক স্থাপন করতে হবে। এজন্য কংক্রিটের তৈরি ব্লক ব্যবহার করতে হবে।