NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

সিমেন্ট এর মাঠ পরীক্ষা

Md. Ashraful Haque 18 Sep, 2012 ভিউ : 43238
সিমেন্ট এর মাঠ পরীক্ষা
উদ্দেশ্য: ভাল সিমেন্ট সনাক্তকরন। মালামাল ও সরঞ্জাম:
  1. সিমেন্ট
  2. হ্যান্ড গ্লাভস
  3. গ্লাস প্লেট
  4. পানি
Image result for cement field test

 

কাজেরধারা:  
  1. সিমেন্টের বস্তার মধ্যে হাত প্রবেশ করাও কেমন অনুভূত হচ্ছে?
  2. এক মুষ্টি সিমেন্ট পানিতে ছেড়ে দাও। ফলাফল লিখ।
  3. দুই আঙ্গুলের মাঝে সিমেন্ট পেষ্ট নিয়ে ঘষা দাও।
  4. সিমেন্টের রঙ পর্যবেক্ষন কর। ফলাফল লেখ।
  5. শুকনো সিমেন্ট দুই আঙ্গুলের মাঝে নিয়ে ঘষা দাও এবং ফলাফল লেখ।
  6. সিমেন্টের গন্ধ অনুভব কর এবং ফলাফল লেখ।
  7. একটি গ্লাস প্লেটের ওপর পুরু সিমেন্টের প্রলেপ দিয়ে পানির নীচে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখ এবং ফলাফল লেখ।
ওপরের পর্যবেক্ষনের ফলাফল গুলো নিচের ছকে লিপিবদ্ধ করে ভাল সিমেন্টের গুনাগুনের সাথে মিলিয়ে দেখ-
ক্রমিক নং ভাল সিমেন্টের বৈশিষ্ট্য
ঠান্ডা অনুভূত হবে।
ডুবে যাবে।
আঠালো মনে হবে।
ধূসর মনে হবে।
মিহি মনে হবে।
মাটির গন্ধবিহীন।
না ফেটে জমাট বেধে যাবে।
 
মন্তব্যসমূহ
  • Guest 10 years ago
    All the best
  • Guest 10 years ago
    Thanks for your share.
লগইন করুন মন্তব্য করার জন্য