বালির মাঠ পরীক্ষা
Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 140446
উদ্দেশ্য: কাজের উপযোগী বালু চিহ্নিতকরণ। প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: সরঞ্জাম: কাঁচের গ্লাস (পানি পান উপযোগী)। মালামাল: নমুনা বালি।
কাজের ধারা:
- কিছু পরিমান বালি হাতে নিয়ে বালি কণার আকার-আকৃতি ভাল করে পর্যবেক্ষণ কর এবং ফলাফল লেখ।
- সামান্য পরিমান বালি জিহবায় লাগিয়ে স্বাদ পরীক্ষা কর। ফলাফল লেখ।
- দু আঙ্গুলের মাঝে/হাতের তালুতে বালি নিয়ে আঙ্গুল দিয়ে ঘষা দাও। পর্যবেক্ষণ ফলাফল লেখ।
- বালির রং পর্যবেক্ষণ কর। ফলাফল লেখ।
- এক গ্লাস পানিতে সামান্য বালি নিয়ে কাঠি/অন্য কিছু দিয়ে নাড়া দিয়ে থিতানোর জন্য কিছু সময় রেখে দাও। থিতিয়ে গেলে পানির নিচের বালির অবস্থা পর্যবেক্ষণ করে ফলাফল লেখ।
ক্রমিক নং | মন্তব্য |
১ | দানাদার ও ধারালো কণা অনুভূত হবে। |
২ | লবনাক্ত স্বাদ অনুভূত হয়। |
৩ | পরিষ্কার মনে হবে এবং হাতে কোনো পলি/মাটি লেগে থাকবে না। |
৪ | সাদা/লালচে রং হবে। |
৫ | থিতিয়ে পড়া বালি, পলি ও কাদার পরিমাণ চিহ্নিত করা যাবে। |
- বালি অবশ্যই দৃশ্যমান অপদ্রব্য মুক্ত হতে হবে।
- পানযোগ্য পানি ব্যবহার করতে হবে।