NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

অটোডেস্ক অটোক্যাড কী

Md. Ashraful Haque 17 Nov, 2012 ভিউ : 132166
অটোডেস্ক অটোক্যাড কী

অটোক্যাড ২০১৮ ওভারভিউ

এটি একটি খুব পরিচিত এবং বহুল ব্যবহুত ডিজাইনিং সফটওয়্যার। বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য এটি খুবই দরকারি একটি সফ্টওয়্যার। ড্রয়িং করার জন্য এটি খুবই ভাল। টু-ডি বা থ্রী-ডি ( দ্বিমাত্রিক ও তৃমাত্রিক ) দুই ধরনের ড্রয়িং করা যায়। তবে দ্বিমাত্রিক ড্রয়িংই বেশি করা হয়ে থেকে। এখন এই ধরনের বেশ কিছু সফ্টওয়ার আছে। তবে এই যখন প্রথম আসে, তখন ড্রয়িং এর ডিজিটাল ভার্সনে আমুল পরিবর্তন আসে, এবং ইঞ্জিনিয়ারদের কাজে অনেক সহজ হয়ে যায়। ২০১৮ ভার্সনে রিবন মেনু আছে। এছাড়া ক্লাউড সংযোগও করা যায় এই ভার্সনে। AutoCAD 2018 Review

এতে ড্রয়িং এডিট করা যায় সহজে। এছাড়া লেখা, ছবি, ফন্ট ইত্যাদি যোগ করা যায়।

অটোক্যাড ২০১৮ এই কিছু ফিচার

  • নতুন রিবন ট্যাব এবং ফেভারিট টুলস
  • ইউজার ইন্টারফেস গোছানো এবং আকর্ষনীয়
  • গোলাকার বা আয়তাকার উপায়ে ড্রয়িং এর উপাদান তৈরি ও সম্পাদন করা
  • এক লাইনের লেখাকে একাধিক লাইনযুক্ত লেখাতে রুপান্তর
  • একক লাইন বা একাধিক লাইন লেখাকে একক বস্তু হিসাবে তৈরি
  • গ্রিপ সম্পাদনার মাধ্যমে সহজে ড্রয়িং এর উপাদান সম্পাদনা করা
  • হাই রেজুলেশন মনিটরে কাজ করা যায়
  • ড্রয়িং এর উপাদান আধুনিক উপায়ে সিলেক্ট করা এবং দেখার পদ্ধতি আধুনিক।

সিস্টেমের যোগ্যতা

  • উইন্ডোজ ৭, ৮, ৮.১ এবং ১০ এ কাজ করে
  • চার গিগাবাইট র‌্যাম হলে ভাল
  • চার গিগিবাইট হার্ডডিস্ক ফাকা জায়গা