স্কেচআপ sketchup
Md. Ashraful Haque, 19-Mar-2006
ভিউ : 85521
স্কেচআপ সফটওয়্যার
এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই থ্রিডি ড্রইং করা যায়। এটি গুগলের একটি সফটওয়্যার। বর্তমানে বিভিন্ন আর্কিটেকট, ডিজাইনার, ইঞ্জিনিয়ার এই সফটওয়্যার টি ব্যাবহার করে থাকে। এ সফটওয়ারটি শেখা খুব সহজ এবং পরিচালনা করাও খুব সহজ। আবার বিভিন্ন এক্সটেনশন এর মাধ্যমে এর কার্যকারিতা বাড়ানো যায়। এছাড়া বিভিন্ন বিল্ট-ইন মডেল, টেকচার অনলাইনে পাওয়া যায়। রেন্ডারিং করার জন্য বিভিন্ন ধরনের রেন্ডারিং ইঞ্জিন যেমন ভি-রে ব্যবহার করা যায়।
এটাতো দ্বিমাত্রিক ড্রইং করা যায়। আবার অটোক্যাড থেকে ড্রইং এনেও সহজে ত্রিমাত্রিক করা যায়। এমনকি না শিখেও বেসিক লেভেলের ত্রিমাত্রিক ড্রইং করা যায় এই সফটওয়্যার এর মাধ্যমে।
স্কেচাপ প্রো ২০১৮ এর ফিচারসমূহ
নিচে গুরুত্বপূর্ণ ফিচারসমূহ দেওয়া হল :
- সহজ ইউজার ইন্টারফেস
- প্রফেশনাল লেভেলের ত্রিমাত্রিক ড্রয়িং
- ডিজাইন লে আউট কাস্টমাইজেশন
- কার্যক্ষমতা বাড়ানোর জন্য প্লাগিন সিস্টেম
- মডেল তৈরি এবং সম্পাদনা করা
- একদম শুরু থেকে ড্রইং তৈরি করা
- (স্টাইল বিল্ডার এবং লেআউট ডিজাইন
- ফটোশপ এবং 3ds ফাইল ফরম্যাট সাপোর্ট করে
- বিভিন্ন ধরনের সেপ, লাইন, আরক করা যায়
- মুভ, স্ট্রেস এবং রোটেট করা যায়
- আনুপাতিক অথবা আনুপাতিক ছোট বড় করা যায়
- টেক্সট ব্যবহার করা যায়
- ক্যামেরা ব্যবহার করা যায়
- জ্যামিতিক আকার কাস্টমাইজেশন করা যায়
- অ্যানিমেশন করা যায়
- csv এবং html রিপোর্ট তৈরি করা যায়
স্কেচআপ 2018 চালাতে যা প্রয়োজন
- অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন প্লাস
- হার্ডডিস্ক এর নূন্যতম 2 জিবি জায়গা ফাঁকা থাকতে হবে
- কমপক্ষে 1 জিবি র্যাম
- ইন্টেল কোর টু ডুয়ো বা শক্তিশালী
- ডেভেলপার : Trimble Navigation Limited