NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

স্কেচআপ sketchup

Md. Ashraful Haque, 19-Mar-2006
ভিউ : 85521

স্কেচআপ সফটওয়্যার

এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই থ্রিডি ড্রইং করা যায়। এটি গুগলের একটি সফটওয়্যার। বর্তমানে বিভিন্ন আর্কিটেকট, ডিজাইনার, ইঞ্জিনিয়ার এই সফটওয়্যার টি ব্যাবহার করে থাকে। এ সফটওয়ারটি শেখা খুব সহজ এবং পরিচালনা করাও খুব সহজ। আবার বিভিন্ন এক্সটেনশন এর মাধ্যমে এর কার্যকারিতা বাড়ানো যায়। এছাড়া বিভিন্ন বিল্ট-ইন মডেল, টেকচার অনলাইনে পাওয়া যায়।  রেন্ডারিং করার জন্য বিভিন্ন ধরনের রেন্ডারিং ইঞ্জিন যেমন ভি-রে ব্যবহার করা যায়। এটাতো দ্বিমাত্রিক  ড্রইং করা যায়। আবার অটোক্যাড থেকে ড্রইং এনেও সহজে ত্রিমাত্রিক করা যায়। এমনকি না শিখেও বেসিক লেভেলের ত্রিমাত্রিক ড্রইং  করা যায় এই সফটওয়্যার এর মাধ্যমে।

স্কেচাপ প্রো ২০১৮ এর ফিচারসমূহ

নিচে গুরুত্বপূর্ণ ফিচারসমূহ দেওয়া হল :

স্কেচআপ 2018 চালাতে যা প্রয়োজন