NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

সিমেন্ট সংরক্ষন সংক্ষিপ্ত

Md. Ashraful Haque, 21-Jan-2025
ভিউ : 7

ধাপ ১: well-5সিমেন্ট যতটা সতেজ থাকবে, ততটাই এটি তার গুণাগুণ বজায় রাখে। তাই সর্বদা মনে রাখবেন, প্রথমে ক্রয় করা সিমেন্টের ব্যাগটি আগে ব্যবহার করতে হবে। সিমেন্টের ব্যাগগুলি নিকটস্থ দেয়াল বা সিলিং থেকে অন্তত দুই মিটার দূরে রাখতে হবে।

ধাপ ২: well-2

সিমেন্টের গুণমান রক্ষায় সিমেন্টের বস্তাগুলি একটির উপর আরেকটি বেশি উচ্চতায় রাখবেন না। সর্বোচ্চ ১৫টি বস্তা একসাথে রাখার পরামর্শ দেওয়া হয়।


ধাপ ৩:well-3

মাটির আর্দ্রতা থেকে সিমেন্টকে সুরক্ষিত রাখতে, সিমেন্টের ব্যাগগুলো একটি কাঠের প্ল্যাটফর্মের উপর রাখুন, যা মেঝে থেকে ৬-৮ ইঞ্চি উচ্চতায় থাকবে।


ধাপ ৪: well-1

খোলা অবস্থায় কখনো সিমেন্টের ব্যাগ সংরক্ষণ করবেন না। বাতাসের আর্দ্রতা থেকে সিমেন্টকে রক্ষা করার জন্য এটি এমন একটি ঘরে রাখুন যেখানে জানালা নেই।


ধাপ ৫: well-4

সিমেন্ট ব্যবহার করার সময় শুধুমাত্র সেদিনের প্রয়োজন অনুযায়ী সিমেন্টের ব্যাগ সংগ্রহ করুন।


গুরুত্বপূর্ণ পরামর্শ: well-6

বাড়ি তৈরির সময় সিমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। এটি সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারে নির্মাণের গুণগত মান নিশ্চিত হয়। সিমেন্টকে আর্দ্রতা থেকে দূরে রেখে সতেজ অবস্থায় ব্যবহার করাই শ্রেয়।


cement সিমেন্ট