ভাল ইটার বৈশিষ্ট্য
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 80577
বিভিন্ন ধরনের ইট রয়েছে। তবে কাদা মাটির ইটাই বেশি পরিচিত ইট হিসাবে। নিচে এদের কিছু বৈশিষ্ট্য দেয়া হলো
১। খুব বেশি পানি শোষণ করবে না
২। নখ দিয়ে আঁচড় দেয়া যাবে না
৩। এর ধারগুলো সমান এবন একই ধরনের হবে।
৪। মসলা ধরার জন্য পর্যাপ্ত পরিমাণ সরন্ধ্র থাকবে
৫। 4000 পি এস আই এর বেশি বার বহন এর ক্ষমতা থাকবে
৬। ৩ ঘণ্টা পানিতে চুবিয়ে রাখলে গলে যাবে না
৭। হাটুর দিয়ে আঘাত করলে ধাতব্য শব্দ দিবে
৮। রঙ টকটকে হবে
৯। সাধারণ আকার হবে ৯.৫" X ৪.৫" X ২.৭৫"
মন্তব্য সমুহ