NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

ক্ন্সট্রাকশন নিরাপত্তা

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 50316

নিচে কিছু সাধারণ সেইফটি নিয়ে আলোচনা করা হল:

১। খনন কাজ

সমস্যা 

তিন মিটার এর চেয়ে বেশি খনন হবে কিন্তু কোনও স্লোপ বা ঢাল থাকবে না বং লম্বা হবে পঞ্চাশ মিটার এর বেশি।

সমাধান

নির্দিষ্ট দূরত্ব পর পর অবশ্যই ঢাল দিতে হবে।

 

সমস্যা 

খনন এলাকাতে কোনও ঢোকার ভাল জয়গা নাই।

সমাধান

অবশ্যই ঢোকার জন্য প্রয়োজনীয় সুন্দর ব্যবস্থা থাকবে যাতে করে লেবার পড়ে না যাই এবং দুর্ঘটনা না ঘটে।

সমস্যা

গাছ রক্ষার জন্য কোনও পূর্ব প্রস্তুতি নাই।

সমাধান

হয় গাছ কেটে ফেলতে হবে আথবা শক্ত করে কোথাও বেধে দিতে হবে যাতে করে গাছ খনন এলাকার মধ্যে পড়ে না যাই।

২। বাড়ি রাখা

সমস্যা

বাড়ির প্রধান রাস্তার উপর রড রেখে দেওয়া হয়েছে

সমাধান

রড সঠিক জয়গাই রাখতে হবে এবং যাতায়াত এর রাস্তা ব্যবহার্য রাখতে হবে

সমস্যা

কন্সট্রাকশন  এলাকাতেই ময়লা রাখা হয়েছে

সমাধান

মস মাছির থেকে রক্ষার জন্য সঠিক জয়গাই অবর্জনে ফেলতে হবে এবং সময় মত সরিয়ে ফেলতে হবে

 

3। স্কাফল্ডিং :

সমস্যা

স্কাফল্ডিং এর তলতে কোনও প্লেট নাই


সমাধান

স্কাফল্ডিং রক্ষার জন্য পয়তে অবশ্যই প্লেট দিতে হবে।

4। উচু এলাকাতে কাজ করার জন্য

সমস্যা

১০ ফুট এর উপর শ্রমিকদের প্রায়ই হেলমেট এবং সেইফটি বেল্ট ছাড়া কাজ করতে দেখা যায়। 

সমাধান

১২ ফুট এর উপরে কাজ করতে হলে অবশ্যই হেলমেট ও বেল্ট ব্যাবহার করতে হবে 


.



সমস্যা

উচু এলাকাতে হাটার কোনও ব্যবস্থা নাই

সমাধান

শক্ত এবং ভাল ভারবাহী ব্যবস্থায় হাটার জয়গা থাকবে। 


সাধারণ নিরাপত্তা 

সমস্যা

শ্রমিকদের কোনও হাত মোজা, হেলমেট,জুতা থাকে না 

সমাধান

দুর্ঘটনা এড়াতে অবশ্যই এইগুলি থাকতে হবে এবং পরিধ্যান করতে হবে


গুরুত্ত্বপূর্ণ কিছু বিষয়

  • কন্সট্রাকশান সাইট অবশ্যই ঘেরা দিতে হবে
  • সতর্কতার সাইনবোর্ড দিতে হবে
  • ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে
  • শ্রমিকদের থাকার জয়গা অবশ্যই স্বস্থাসম্মত হতে হবে