NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

কংক্রিট এর উপর এগ্রিগেট এর প্রভাব

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 67324

পানি, এগ্রিগেট এবং সিমেন্ট নিয়ে কংক্রিট তৈরি। শতকরা ৬০-৮০ ভাগ থাকে আয়তনে এবং 70-85 থাকে ওজনে। এগ্রিগেট খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান।

concrete-aggregateপাথর বা স্টোন

ভৌতিক এবং খনিজ গুণ অবশ্যই জানতে হবে। যেমন আকার, বুনত বা টেকচার, আদ্রতা,স্পেসিফিক গ্রভিটি, শব্দ গুণ, বাল্ক ইউনিট ওয়েট, ইত্যাদি। এই গুনগুন এর সাথে পানির-অনুপাত মিলে কংক্রিট এর স্ট্রেন্থ, ব্যাবহার ক্ষমতা এবং টেকসই নির্ভর করে।

জমাট কংক্রিট এর চেয়ে কঙ্কয়া কংক্রিট এ এগ্রিগেট এর আকার ও আয়তন ভাল প্রভাব রাখে। গোলাকার এবং মসৃণ এগ্রিগেট কাজের সুবিধা বাড়ায়, এবড়োথেবরো-কনকার-লম্বা এর চ্যেয়ে। ভাঙ্গা পাথর কৌণিক এবং লম্বা এগ্রিগেট তৈরি করে। এর অনেক সরফেস হয়। যার কারণে শক্ত বা মজবুত হয়।

The surface texture of the aggregate can be either smooth or rough. A smooth surface can improve workability yet a rougher surface generates a stronger bond between the paste and the aggregate creating a higher strength.

The grading or size distribution of aggregate is an important characteristic because it determines the paste requirement for workable concrete. The required amount of the concrete paste is dependent upon the amount of void space that must be filled and the total surface area that must be covered. When the particles are of uniform size the spacing is the greatest but when a range of sizes is used the void spaces are filled, the less workable the concrete becomes, therefore, a compromise between workability and economy is necessary.

The moisture content of an aggregate is an important factor when developing the proper water/cementitious material ratio.

The density of the aggregate is required in mixture proportioning to establish weight- volume relationships.concre