ফেরো সিমেন্ট কী এবং কী কাজে লাগে?
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 113413
ফেরো সিমেন্ট আসলে কী?
এক ধরনের রি-ইনফরসমেণ্ট কনক্রিট । এর মধ্যে রি-ইনফোর্সমেণ্ট হিসাবে তার জালি ব্যাবহার করা হয়। জালিটি ধাতু বা সুবিধাজনক যেকোনো কিছুর হতে পারে। কনক্রিট এর বদলে এখানে পোর্টল্যান্ড সিমেন্ট মর্টার ব্যাবহার করা হয়। জালি এবং বলি-সিমেন্ট এর মসলার উপর এর শক্তি নির্ভর করে।
ছবি:আড়াআড়ি কর্তিতাংশ
গঠনকারী উপাদান
রি-ইনফোর্সমেণ্ট মেশ বা জালি
সুবিধা
সকল দেশেই এর কাঁচামাল পাওয়া যায়।
যেকোনো আকৃতিতে নির্মাণ করা যায়
খুব বেশি দক্ষ শ্রমিক লাগে না
কনস্ট্রাকশন সহজ, ওজন কম এবং দীর্ঘস্থায়ী
কনস্ট্রাকশন উপাদানের খরচ কম
ভাল ভূমিকম্প রোধক
অসুবিধা
সুচল কোনকিছু দিয়ে আঘাত করলে ছিদ্র হতে পারে
ঋ-ইনফোর্সিং এ মরিচ ধরতে পারে (মর্টার দিয়ে ভালভাবে ঢাকা না হলে)
বোল্ট,স্ক্রু,ওয়েলডিং ইত্যাদি করা কঠিন বা ভাল হয় না
অনেক বেশি শ্রমিক লাগে
রড এবং জলি একসাথে বাধা ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ T
ব্যাবহার
বাড়িতে
জাহাজে
কৃষিতে
গ্রামীন শক্তি
আবাসিক এবং পাবলিক
কারখানা
কৃষি
মন্তব্য সমুহ