ডি.পি.সি ( ড্যাম্প প্রুফ কোর্স)
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 132039
এটি অভেদ্য উপাদান দিয়ে তৈরি একটানা স্তর
আভ্যন্তরিণ দেয়াল এর জন্য শুধুমাত্র আনুভুমিক ডি.পি.সি ব্যবহার করা হয়। ( বিটুমিন এর ক্ষেত্রে ১৭৫ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার বল)
তিন আস্তর বিটুমিন দেয়া হয়।
ডি.পি.সি ব্যবহার এর পুর্বে মর্টার এর আস্তর দিতে হবে।
দুই ধরণের ডি.পি.সি হয়
১। নমনীয় ডি.পি.সি: যখন লোডে কোন ক্র্যাক হয়না
যেমন: পলিথিন বা বিটুমিন
১. বিটুমিন মাসটিক: চিকন বা ফাইন বালির সাথে বিটুমিন মেশানো হয়
২. বিটুমিন ফেল্ট: এটি রোল শীট আকারে পাওয়া যায়
৩. শক্ত বিটুমিন
৪. ধাতু দিয়ে তৈরি শীট
যেমান: শিষা, কপার, এলুমিনিয়াম ইত্যাদি মর্টার এর সাথে ব্যবহার করা হয় জং ধরা থেকে রক্ষা পেতে।
২। শক্ত ডি.পি.সি: ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকলে এটি ব্যবহার করা হয়। ১:২:৪: অনুপাতে সিমেন্ট কংক্রিট ব্যবহার করা হয়
মন্তব্য সমুহ