NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

লেখার মধ্যে ছবি যোগ করা

Md. Ashraful Haque 17 Nov, 2012 ভিউ : 36682
লেখার মধ্যে ছবি যোগ করা

লেখার মধ্যে কিভাবে ছবি দিতে হয় তা অনেকেই জানেনা। আজ আমি এই সম্পর্কে লিখবো।

এখানে উপরে ছবি দেওয়ার বাটন আছে। এর মাধ্যমে ছবি দেওয়া যায়। কিন্তু সমস্যা হল লিঙ্ক পাওয়া (ছবির লিঙ্ক )। কেননা এই সাইটে ছবি আপলোড করার কোনও ব্যবস্থা নাই।

তাই প্রথমেই image hosting  দিয়ে গুগল এ খোঁজ করতে হবে। অনেক সাইট ছবি আপলোড করার সুযোগ দেয়। এর মধ্যে নিচেরটি সবচেয়ে ভাল লেগেছে আমার কাছে।

http://photobucket.com সাইট এ ছবি আপলোড করে।

ঐখান থেকে direct link কপি করে ইমেজ ঢোকানোর বার্তার বোর্ড এর লিঙ্ক ঘরে পেস্ট করতে হবে

ব্যাস হয়ে গেল। কোনও প্রশ্ন থাকলে মন্তব্য করার জন্য অনুরোধ করা গেল।