প্লাম্বিং এবং স্যানেটরি সাধারণ জ্ঞান
Md. Ashraful Haque, 10-Mar-2006
ভিউ : 45920
বাথরূম ফিকচার
ফিকচার হিসাবে এমন কিছু ব্যাবহার করতে হবে যা সহজে পরিস্কার করা যায় এবং ব্যাবহার উপযোগী রাখা যায়। এর দাম সাইজ, রঙ, আকৃতি, কী দ্য তৈরি ইত্যাদির উপর নির্ভর করে। সাধারনত সাদা এর চেয়ে রঙিন এর দাম বেশি হয়ে থাকে। আবার বড় হলে তার দাম বেশি হয়। আবার বড় ফিকচার দাম বেশি হওয়ার সাথে সাথে জয়গও বেশি দখল বেশি করে এবং পানির অপচয় বেশি হয়। যার কারণে ফিকচার পছন্দ করার সময় এইগুলি বিবেচনার মধ্যে রাখতে হবে।
নিচে কিছু সাধারণ মাপ-যোগ নিয়ে আলোচনা করা হল।
গোসল পাত্র
বাথ টাব বা গোসল করার পাত্র তিন ধরনের হয়ে থাকে। বিল্ট-ইন,ফায়ার উপর রকহ এবং বেইজ বা পাতটন এর উপর। সকল ক্ষেত্রেই এর আকার ৪ থেকে ৬ ফুট লম্বাটে এবং ২৬ থেকে ৩৬ ইঞ্চি পাশে হয়ে থাকে। সাধারনত উচ্চতা 16 থেকে 22 ইঞ্চি হয়ে থাকে। তবে ৪ ফুটের বর্গকার বাথটাবো পাওয়া যায়।
বিল্ট-ইন টাব বাথরূম এর কোনাতে ব্যাবহার করা হয়। এটি কম যায়গা দখল করে। এর রক্ষণ বেক্ষণ সহজ। তবে যেখানে আদ্রতা কম সেইখানকার দেওয়াল এর সাথে এটি করা হয়।
পায়ার উপর বসানো টব এর খরচ তুলনামূলক কম। কিন্তু দেখতে খুব ভাল লাগে না এবং পায়া থাকার কারণে এতে উঠা-নাম কঠিন/বিরক্তকর । সাধারনত এর পাইপগুলি দেখা যায়।
বেইজ এর উপর টব পায়ার মতই তবে এতে কোনও পায়া থাকেন, এর বদলে পাটাটন থাকে। যার করনে এর তলের ফ্লোর দেখা যায়না।
শাওয়ার বা ঝর্ণা
ঝর্ণার খরচ টাব এর চেয়ে অনেক কম। কম যায়গা দখল করে এবং পানির খরচ কম।
শাওয়ার এর মাথা বা মুখ ৬ ফুট ৬ ইঞ্চি তে থাকে।
স্টল শাওয়ার ৩২ ইঞ্চি থেকে 42 ইঞ্চি বর্গকার ঘর এবং উচ্চতা ৬ থেকে ৭ ফুট হয়ে থাকে। একে অনেক সময় জাকুজি বলা হয়ে থাকে।
শাওয়ার হেড
শাওয়ার হেড একটু বাকা থাকতে হবে যাতে করে সরাসরি মাথার উপর পানি না পড়ে পাস দিয়ে পড়বে। তিন ধরণে শাওয়ার হেড পাওয়া যায়।
লাভাটরী
বড় আকারের বেসিনকে বলা হয় লাভাটরী, তিন ধরণে লাভাতরী হয়ে থাকে।
এদের কমন উচ্চতা ৩১ ইঞ্চ তবে বড় পরিবার এর জন্য ৩৪ ইঞ্চি হলে ভাল হয়।
ওয়াটার ক্লোসেট বা কমড:
আমাদের দেশে প্যান এবং কমড উবয়কে কমড বলা হয়। প্যান বলা হয় লো-কমড এবং কমড় বলা হয় হাই কমড। এদের বসানোর পূর্বে অবশই প্রস্তুতকারীর নির্দেশনা দেখতে হবে। কেননা এর উপর নির্ভর করে ছাদের ছিদ্র করতে হবে। পানির লাইন করতে হবে।
টাওয়েল রড গামছা বা তোয়ালে রাখার জন্য ব্যাবহার করা হয়। ২১ ইঞ্চির নিচে ব্যাবহার করা যাবে না। উচ্ছটা ৪ থেকে ৫ ফুট।
সাবানদানী বা কেইস বেসিন এর কাছে রাখতে হবে এবং উচ্চতা বেসিন এর সমান বা এর থেকে ১ ফুট পর্যন্ত বেশি হতে পারে। .
মন্তব্য সমুহ