বাংলিশ এ বাংলা লেখা

Md. Ashraful Haque, 11-Sep-2006
ভিউ : 112119

এখানে বাংলা লেখা যায় বাংলিশ পদ্ধতিতে বা ফোনেটিক পদ্ধতিতে। তবে মনে রাখতে হবে যে, এর আগে বাংলা লেখার পদ্ধতি সক্রিয় করতে হবে। বন্ধ করতে ডান এবং বাম এর ছোট ছোট ঘর বন্ধ পাতা দেখুন। আর সক্রিয় থাকা অবস্থায় যদি ইংলিশ লিখতে চান তাহলে তে ক্লিক করে আথবা ctrl+m চাপ দিয়ে বন্ধ করতে পারেন।

ধরুন আপনি লিখতে চান সবজান্তা, তাহলে টিপে করুন shobjanta অথবা shobjanta. লেখার পর যদি আপনার মন মত শব্দ না হয় তাহলে ওই লেখার উপর ক্লিক করলে আপনার প্রয়োজন মত বিভিন্ন রকমের শব্দের লিস্ট দেখাবে। ঐখান থেকে বেছে নিন , লিস্ট এ না থাকলে এডিট এ ক্লিক করে আপনার পছন্দের শব্দ লিখুন।  কিছু নিচে দিলাম

একক অক্ষর ai = ঐ ,T = টি, t = ত্‍, E = ।  

একাধিক অক্ষর Ta=টা , tushar=তুষার।

যদি নম্বর বা সংখা লিখতে চান তাহলে এংরেসি নাম্বার এর উপর ক্লিক করে মেনু থেকে নির্বাচন করুন। যেমন

2009 এর উপর ক্লিক করে ২০০৯ করুন ।

কোন কিছু লিখতে না পারলে মন্তব্য ঘরে আপনার সমস্যা লিখুন।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর