NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

সিমেন্ট এর প্রকারভেদ

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 52800

পোর্টল্যান্ড সিমেন্ট এর প্রকার ভেদ.
  টাইপশ্রেণীভেদবৈশিষ্ট্যব্যবহারিক
টাইপ ১সাধারণট্রাই ক্যালসিয়াম সিলিকেট একটু বেশি থাকে যাতে অল্প সময়ে শক্তি পায়।যেকোন সাধারণ কন্সট্রাকশন কাজে ব্যবহার করা হয়। যেমন- বাড়ি, ব্রীজ, পেভমেন্ট, প্রিকাস্ট ইত্যাদি
টাইপ ২মধ্যম সালফেট প্রতিরোধকট্রাই ক্যালসিয়াম এলুমিনেট কম থাকে, ৮% এর কমসালফেট যুক্ত মাটি বা পানির স্থানে, যেখানে কন্সট্রাকশন হবে
টাইপ ৩দ্রুত শক্তি গঠনএই সিমেন্ট অনেক মিহি। ট্রাই ক্যালসিয়াম সিলিকেট বেশি থাকে। দ্রুত কাজের জন্য। ঠান্ডা আবহাওয়াতেও এই সিমেন্ট ব্যবহার করা হয় 
টাইপ ৪স্বল্পতাপিট্রাই ক্যালসিয়াম সিলিকেট এবং ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট অনেক কম থাকেবড় বড় ঢালাই, যেমন ড্যাম। নাহলে অনেক তাপ উৎপন্ন হবে
টাইপ ৫উচ্চ সালফেট প্রতিরোধকট্রাই ক্যালসিয়াম এলুমিনেট অত্যান্ত কম,৫% এর কম সালফেট এর পরিমাণ যেখানে বেশি, সেখানে এই সিমেন্ট ব্যবহার করা হয়
সাদাসাদা রংটেট্রা ক্যালসিয়াম এলুমিনেট ফেরিট থাকে না, ম্যাগনেসিয়াম অক্সাইড অনেক কম থাকে।সৌন্দর্যের জন্যব্যবহার কর হয। এটা মুলত টাইপ-১ ।