ম্যানুয়্যাল কংক্রিট তৈরি
Md. Ashraful Haque, 12-Nov-2001
ভিউ : 91750
বর্তমানে রেডি-মিক্স কংক্রিট এর ব্যবহার বাড়লেও অনেক ক্ষেত্রই ম্যানুয়্যাল বা সাইটের কংক্রিট তৈরি করা হয়। সাইটে কংক্রিট তৈরিতে মুলত দুইটি বিষয় নির্ভর করে
1. যদি রেডিমিক্স এর ভাল স্ট্রেন্থ বা শক্তি পাওয়া না যায়
2. কংক্রিট এর পরিমান কম হলে
বিশেষ করে এখনও বিভিন্ন কন্সট্রাকশন কাজে কলাম এর জন্য সাইটেই কংক্রিট তৈরি করা হয়। এবং বীম ও ছাদের জন্য রেডিমিক্স এর কংক্রিট ব্যবহার করা হয়।তবে যেহেতু এখনও রেডিমিক্স সব জায়গায় বা অঞ্চলে পাওয়া যায় না, তাই শহর থেকে দুরে এবং কম খরচের প্রজেক্ট এর ক্ষেত্র সাইটেই কংক্রিট নির্মাণ হয়ে থাকে।
সাইটে কংক্রিট দুইভাবে বানানো যায়
1. কংক্রিট মিক্সার মেশিন ছাড়া
2. কংক্রিট মিক্সার মেশিন দিয়ে।
কর্ক্রিট মিক্সার মেশিন দিয়ে গুণগত মান এবং পরিমান দুইটাই রক্ষা করা যায়। তাই এর ব্যবহার বহুল। আমাদের দেশে বর্তমানে সিংহভাগ কন্সট্রাকশন কাজ হয়ে হয়ে থাকে এই মিক্সার মেশিনে তৈরি কংক্রিট দিয়ে। তাই এই মেশিন দিয়ে কংক্রিট তৈরি নিয়ে বর্তমানে কিছু আলাপ করবো।
এই কংক্রিট দিয়ে তুলনামুলক তাড়াতাড়ি কংক্রিট তৈরি করা যায় হাতে তৈরি কংক্রিট থেকে। সাধারণত এক মিক্সিং এ ৪ থেকে ৯ কিউবিক ফুট কংক্রিট তৈরি করা যায়।
ছবি: কংক্রিট মিক্সার মেশিন
কংক্রিট তৈরির সময় যে সকল বিষয় খেয়াল রাখতে হবে
মেশিন চালুর পুর্বে :
মেশিন চালুর সময় এবং পরে :
মন্তব্য সমুহ