বহুল পরিচিত কিছু গুণগত মানের বর্ণনা

Md. Ashraful Haque, 12-Dec-2001
ভিউ : 112420

মাইল্ড স্টিল

  • এর উপরিভাগ বা পৃস্ঠে কোন ফাটল থাকবে না
  • এতে কোন ময়লা থাকবে না, বিশেষ করে তৈলাক্ত কোন ময়লা
  • একে বাকা (90-120 ডিগ্রী) করার পর আবার পুর্বের অবস্থায় ফিরে আনলে, পুর্বের মতই থাকবে। এর আকার পরিবর্তন হবে না।
  • সবগুলো রডের ডায়া বা ব্যাস একই থাকবে
  • প্রতি ঘনমিটারে ওজন 7850 কেজি হতে হবে। এর কম হলে চলবে না।

সিমেন্ট

  • সিমেন্টের রং সবুজাভ ধুসর রঙের হতে হবে
  • এর মধ্যে হাত দিলে ঠান্ডা অনুভত হবে
  • কিছু সিমেন্ট পানির উপর ছেড়ে দিলে এর উপরে কয়েক মিনিটের মত উপরে ভাসবে
  • এর মধ্যে কোন ময়লা বা অন্য কোন কিছু থাকবে না
  • কিছু সিমেন্ট দুই আঙ্গুলে নিয়ে ঘষলে পিছলা বা মিহি বা মসৃণ অনুভত হবে
  • প্রতি ঘণমিটারে এর ওজন ১৪৪০ কেজির কম হবে না।
  • প্রাথমিক জমাট বাধার সময ৪৫ মিনিটের কম হবে না এবং সম্পুর্ণ জমাট বাধার সময় ১০ ঘন্টার বেশি হবে না।

পাথর

  • এর গ্রেডিং বা বিভিন্ন সাইজের মিশ্রণ ভাল হতে হবে
  • এতে কোন জিবাস্ম বা অন্য কোন পদার্থ মিশ্রন থাকতে পারবে না
  • এটি অবশ্যই পর্যাপ্ত শক্ত হতে হবে
  • এর ওজন ১৬১০ কেজির বেশি হতে হবে প্রতি ঘণমিটারে
  • এতে ৩% এর বেশি ময়লা থাকতে পারবে না

বালু

  • এতে কোন জৈব রাসায়নিক পদার্থ থাকতে পারবে না
  • হাতের তালুতে নিয়ে ঘষলে এর হাত ময়লা হবে না
  • পানিতে বালি গুলিয়ে কিছুক্ষন রাখলে পানি যদি পরিস্কার হয়ে যায় তাহলে বুঝতে হবে এতে ময়লা আছে

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর