গ্রানাইট এবং মার্বেল এর মধ্যে পার্থক্য

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 48838

আমরা অনেকেই গ্রানাইট এবং মার্বেল চিনি। কিন্তু সঠিক ভাবে বর্ণনা করতে পারি না যে এদের মধ্যে পার্থক্য কি। আমিও যে খুব বেশি জানি তা নয়। তবে ইনটারনেট এবং বিভিন্ন বই থেকে যা জেনেছি তাই আপনাদের মধ্য তুলে ধরছি।

গ্রানাইট: প্রাকৃতিক পাথর যা ফেল্ডসপার, মাইকা এবং কোয়ার্টজ দিয়ে তৈরি।

মার্বেল: প্রাকৃতিক পাথর যা ফেল্ডসপার, মাইকা এবং কোয়ার্টজ দিয়ে তৈরি।

গ্রানাইটমার্বেল
মার্বেল এর চেয়ে শক্তগ্রানাইট এর চেয়ে নরম
আভ্যন্তরিন সুক্ষ ছিদ্র বেশিআভ্যন্তরিন সুক্ষ ছিদ্র কম
তাপ বা অন্য কোন কারণে প্রসারণ হয নাতাপ বা অন্য কোন কারণে প্রসারণ হয
নখ বা মেটাল দিয়ে আচড় সহজে পড়ে নাসহজে মেটাল দিয়ে আচড় দেয়া যায়
দেখতে খুব বেশি সুন্দর নাদেখতে গ্রানাইট থেকে সুন্দর
খুব বেশি পলিশ বা চকচকে করা যায় নাযেহেতু ছিদ্র কম তাই অনেক চকচকে করা যায়
দাম মার্বেল এর তুলনায় কমদাম মার্বেল এর তুলনায় বেশি
কারবনিক  অ্যাসিড এর প্রভাব এর উপর তেমন নাই। ভিক্সল,টিক্সল বা অন্য ফ্লোর পরিস্কার করার ক্যামিকেল এর প্রভাব নাই।কারবনিক এসিড দিলে মার্বেল জ্বলে বা পুড়ে যায়। ভিক্সল,টিক্সল বা অন্য ফ্লোর পরিস্কার করার ক্যামিকেল এর প্রভাব আছে।
 
গ্রানাইট আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি যা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে হয়।মার্বেল চুনাপাথর থেকে উৎপত্তি যা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে হয়।

আপনাদের কাছে যদি আরও কোন তথ্য থাকে তাহলে জানাতে এবং মন্তব্য করতে অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর